মানব পাচার রুখতে আরও কঠোর নিয়মের জন্য এ বার সাধারণ মানুষের পরামর্শ চাইল কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। বাদল অধিবেশনেই মানব পাচার বিল ২০২১ পেশ করা হতে পারে। তার আগে মানব পাচার রােখার বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে চাইল নারী ও শিশু কল্যাণ মন্ত্রক।
প্রকাশিত বিবৃতিতে জানানাে হয়েছে, এই বিলের প্রধান লক্ষ্য হল মানব পাচার প্রতিরােধ ও তার বিরুদ্ধে কঠোর আইন তৈরি। পাচার হয়ে যাওয়া মানুষদের অধিকার বজায় রেখে তাদের একটি সুরক্ষিত আইনি, আর্থিক ও সামাজিক পরিবেশ গঠন করে দেওয়া। একইসঙ্গে অভিযুক্তদের কঠোর শাক্তির ব্যবস্থা করাও এই বিলের লক্ষ্য।
Advertisement
এই বিলে যদি কোনও পরিবর্তন আনতে হয় বা আইন সম্পর্কে কোনও মতামত থাকে, তবে তা জানানাের জন্য সকলকেই এগিয়ে আসার আহ্বান জানানাে হয়েছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফে।
Advertisement
এই খসড়া বিল চূড়ান্ত হয়ে গেলে তা ক্যাবিনেটে অনুমােদনের জন্য পাঠানাে হবে এবং সংসদের দুটি কক্ষেই পাশ করিয়ে আইনে রূপান্তরিত করা হবে। কেবল দেশের ভিতর নয়, সীমান্ত পার করে যে পাচার চক্র চলে, সেক্ষেত্রেও এই আইন কার্যকর হবে।
Advertisement



