ব্যাঙ্ক প্রতারণার মামলায় আরও বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রিলায়্যান্স গোষ্ঠীর অন্যতম সংস্থা রিলায়্যান্স হাউসিং ফিনান্স লিমিটেডের ঋণ জালিয়াতি তদন্তে এ বার সরাসরি নাম জড়াল অনিল আম্বানীর পুত্র জয় অনমোল আম্বানীর। আগেই অনিলের সংস্থাগুলিকে ঘিরে ইডি ও সিবিআই পৃথকভাবে তদন্ত শুরু করেছিল। এ বার ব্যাঙ্ক প্রতারণার ক্ষেত্রে জয়কে অভিযুক্ত হিসেবে যুক্ত করায় মামলা আরও জটিল আকার ধারণ করল।
তদন্তকারীদের অভিযোগ, ২০০৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত রিলায়্যান্সের এই সংস্থা ইয়েস ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের ঋণ নিতে গিয়ে একাধিক নিয়ম ভেঙেছে। সেই ঘটনার তদন্ত এখনও চললেও, নতুন করে উঠে এসেছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সাবেক অন্ধ্র ব্যাঙ্ক)-র ঋণ প্রতারণার অভিযোগ। সেই অভিযোগ অনুযায়ী, অন্ধ্র ব্যাঙ্কের মুম্বই শাখা থেকে ব্যবসায়িক কাজের কথায় ঋণের সীমা বাড়িয়ে ৪৫০ কোটি টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই ঋণ পরিশোধ করা হয়নি। এতে ব্যাঙ্কের প্রায় ২২৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সিবিআইয়ের।
Advertisement
সিবিআইয়ের অভিযোগ, সংস্থার পদমর্যাদা ব্যবহার করে ঋণের টাকা অন্য কাজে সরানো হয়েছে এবং একাধিক নথি জাল করা হয়েছে। রিলায়্যান্স হাউসিং ফিনান্সের ডিরেক্টর জয় অনমোল এবং রবীন্দ্র শরদ সুধাকরের বিরুদ্ধে তাই ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে সংস্থার নথিপত্র, ঋণ সংক্রান্ত তথ্য এবং লেনদেনের কাগজপত্র ইতিমধ্যেই চাওয়া হয়েছে। তদন্তকারীরা শীঘ্রই সংস্থার উচ্চপদস্থ কর্তা ও কর্মী এবং ব্যাঙ্কের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে পারেন।
Advertisement
অন্যদিকে, অনিল অম্বানীর আর এক সংস্থা রিলায়্যান্স পাওয়ার লিমিটেডের বিরুদ্ধে টাকা তছরুপের মামলায় গত সপ্তাহেই চার্জশিট দিয়েছে ইডি। সেখানে সংস্থার পাশাপাশি আরও দশজন ব্যক্তির নাম রয়েছে। অভিযোগ, একটি সরকারি বরাত পাওয়ার জন্য ‘ভুয়ো’ ব্যাঙ্ক গ্যারান্টি দিয়েছিল অনিলের সংস্থা। ফলে রিলায়্যান্স গোষ্ঠীকে ঘিরে জালিয়াতি সংক্রান্ত তদন্ত আরও জটিল হল।
Advertisement



