• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অনিল আম্বানি ও রানা কাপুরের নামে চার্জশিট সিবিআইয়ের

তিনি রানা কাপুরের সঙ্গে মিলেমিশে ইয়েস ব্যাঙ্কের তহবিল থেকে রিলায়েন্সের আওতায় থাকা সংস্থাগুলিতে ফান্ড সরবরাহ করছিলেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের দুটি সংস্থা ও ইয়েস ব্যাঙ্কের প্রাক্তন সিইও রানা কাপুরের বিরুদ্ধে বৃহস্পতিবার আর্থিক জালিয়াতির মামলায় চার্জশিট আনা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। চার্জশিটে যোগ করা হয়েছে রানা কাপুরের স্ত্রী বিন্দু কাপুর এবং তাঁদের দুই মেয়ে রোশনি এবং রাধার নাম। মামলাগুলি দায়ের করা হয়েছে রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড (আরএইচএফএল) এবং কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেডের (আরসিএফএল) বিরুদ্ধে। এই দুটি সংস্থা অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের (এডিএ) অংশ। ২০২২ সালে ইয়েস ব্যাঙ্কের চিফ ভিজিল্যান্স অফিসারের অভিযোগের ভিত্তিতে সিবিআই দুটি ফৌজদারি মামলা দায়ের করে।

অভিযোগ অনুযায়ী, সেই সময় অনিল আম্বানি ছিলেন এডিএ গ্রুপের চেয়ারম্যান ও রিলায়েন্স ক্যাপিটালের ডিরেক্টর। তিনি রানা কাপুরের সঙ্গে মিলেমিশে ইয়েস ব্যাঙ্কের তহবিল থেকে রিলায়েন্সের আওতায় থাকা সংস্থাগুলিতে ফান্ড সরবরাহ করছিলেন। এর ফলে এই বেসরকারি ঋণপ্রদানকারী সংস্থাটিকে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়। অনিল আম্বানির সংস্থা আগেই দেউলিয়া ঘোষণা করেছিল নিজেদের। ১৭ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে অনিল আম্বানির বিরুদ্ধে। তিনি সম্পত্তি বিক্রি করে দেনা মেটানোরও প্রচেষ্টা করেছিলেন কিন্তু তাতে বিশেস লাভ হয়নি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর আগেই অনিলকে ‘প্রতারক’ বলে উল্লেখ করেছে। অন্য অনেক ব্যাঙ্কের তরফ থেকেও অনিল আম্বানির বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement