• facebook
  • twitter
Monday, 7 October, 2024

অধিনায়ক ভাজ্জি

মোহলি, ২ ফেব্রুয়ারি- আসন্ন বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাব দলকে নেতৃত্ব দিতে চলেছেন হরভজন সিং। পাঞ্জার প্রথম ম্যাচ খেলতে নামবে হরিয়ানার বিরুদ্ধে ৭ ফেব্রুয়ারি। শুক্রবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশানের পক্ষ থেকে দল ঘোষণা করা হল। পাশাপাশি যুবরাজ সিংহ কে দলের সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে। দলটি হল – হরভজন সিং (অধিনায়ক),যুবরাজ সিংহ (সহ-অধিনায়ক), মনন ভোরা, মনদীপ সিং, গুরুকৃত

অধিনায়ক ভাজ্জি

মোহলি, ২ ফেব্রুয়ারি- আসন্ন বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাব দলকে নেতৃত্ব দিতে চলেছেন হরভজন সিং। পাঞ্জার প্রথম ম্যাচ খেলতে নামবে হরিয়ানার বিরুদ্ধে ৭ ফেব্রুয়ারি।

শুক্রবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশানের পক্ষ থেকে দল ঘোষণা করা হল। পাশাপাশি যুবরাজ সিংহ কে দলের সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে।

দলটি হল – হরভজন সিং (অধিনায়ক),যুবরাজ সিংহ (সহ-অধিনায়ক), মনন ভোরা, মনদীপ সিং, গুরুকৃত সিং মনন, অভিষেখ গুপ্তা, গীতনেশ খেরা, সিদ্ধার্থ কাউল, সন্দীপ শর্মা, অভিষেক শর্মা, শভমান গিল, মনপ্রীত সিং, বরিন্দর সিং, সরন মৈনাক মারখন্ডে ও শরদ লুম্বা।