পুঁজিবাদীরা মােদির বন্ধু, শত্ৰু কৃষকরা: রাহুল

যারাই মােদি সরকারের বিরুদ্ধে কথা বলবে তাদেরই শত্রু বলে দেগে দেওয়া হবে। ঘনিষ্ঠ শুধু পুঁজিবাদীরাই। এমনই অভিযােগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

Written by SNS New Delhi | December 16, 2020 5:09 pm

রাহুল গান্ধি (File Photo: IANS)

যারাই মােদি সরকারের বিরুদ্ধে কথা বলবে তাদেরই শত্রু বলে দেগে দেওয়া হবে। ঘনিষ্ঠ শুধু পুঁজিবাদীরাই। মঙ্গলবার সকালে এমনই অভিযােগ তুলে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। গতকালই কংগ্রেস আক্রমণ করে দাবি করেছিল, নির্বাচনে অর্থ সাহায্যকারীদের হাত ছেড়ে এবার কৃষকদের হাত ধরা উচিত সরকারের। 

তিনি আজ সকালে করা টুইটে লেখেন, ‘মােদি সরকারের কাছে বিরােধী মতের ছাত্রছাত্রীরা দেশবিরােধী। সচেতন নাগরিকরা আরবান নকশাল। পরিযায়ী শ্রমিকরা কোভিড বাহক। ধর্ষিতারা কেউ নন। প্রতিবাদী কৃষকরা খলিস্তানি। এবং ঘনিষ্ঠ পুঁজিবাদীরাই তাদের প্রিয় বন্ধু।’ 

সােমবারও একই ধরনের অভিযােগ তুলেছিল কংগ্রেস। ৩২ টি কৃষি সংগঠনের নেতারা কাল দিনভর অনশন করেন কেন্দ্রের নতুন কৃষি আইনের প্রতিবাদে। তার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘৭৩ বছরে প্রথমবার দেশের কৃষকরা এমন অনশন ধর্মঘট করলেন। আর কত ‘আচ্ছে দিন’ দেখাবেন মােদিজি?’ 

প্রসঙ্গত, মঙ্গলবার ২০ দিনে পা দিল কৃষক আন্দোলন। নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় আন্দোলন চলছে। সরকারের সঙ্গে দফায়-দফায় আলােচনা করেও মেলেনি রফাসূত্র। বাড়ছে জটিলতা। এই পরিস্থিতিতে আন্দোলন হাইজ্যাক করার অভিযােগ তুলেছে সরকার। তাদের দাবি, দেশবিরােধী বিচিছন্নতাবাদীরা আন্দোলনে প্রভাব খাটাচ্ছে। 

এদিন রাহুলের টুইটে সেই অভিযােগকে খোঁচা দেওয়া হয়েছে। এর আগে কপিল সিব্বলের মতাে বর্ষীয়ান নেতাও সেই পথে হেঁটে প্রশ্ন তুলেছিলেন, ‘কারা আসল ‘টুকরে টুকরে গ্যাং’? যারা সমস্ত নাগরিককে একচোখে দেখে না। সমাজে ঘৃণা ছড়ায়।’