‘ এক দেশ এক নির্বাচন’ নীতিকে স্বাগত জানিয়েছে বঙ্গ বিজেপি। ঐতিহাসিক এই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে স্বাগত।”
প্রসঙ্গত, ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই ‘এক দেশ, এক নির্বাচন’-র বিষয়টি উত্থাপন করে আসছেন মোদী। মোদী সরকারের দ্বিতীয় দফায় এক দেশ, এক নির্বাচনের উপরে আরও জোর দেওয়া হয়। দেশে নির্বাচন আয়োজন করতে যে বিপুল অর্থ ব্যয় হয়, তা হ্রাস করতে এবং নির্বাচন প্রক্রিয়াকে আরও সুষ্ঠ করতে কেন্দ্রের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল।এক দেশ এক নির্বাচনের জন্য সংবিধানে কমপক্ষে ১৮টি পরিবর্তন বা সংশোধন আনা প্রয়োজন। এক্ষেত্রে রাজ্যের অনুমতিরও প্রয়োজন নেই। কমিটির প্রস্তাব অনুসারে এর বাস্তবায়ন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেমন উন্নতি হবে, তেমনই দেশ অর্থনৈতিক দিক থেকেও লাভবান হবে বলে মনা করছে কেন্দ্র। ।