হার্ট অ্যাটাক হলেও মৃতু্যর আগে ৬০ যাত্রীকে ‘রক্ষা’ চালকের

Written by SNS January 31, 2024 4:35 pm

বালেশ্বর, ৩১ জানুয়ারি– বাস তার গন্তব্যে ছুটিয়ে চলেছেন চালক৷ বাসের ভেতর তখন ৬০ জন পুণ্যার্থী৷ ঠিক সেই সময়ই ঘটনল অঘটন৷ হূদয়যন্ত্রনা শুরু হল বাসের চালকের৷ বিপদের আগাম আভাস পেয়েই কোনওরকমে বাস দাঁড় করিয়ে দেন রাস্তার এক পাশে৷ পর মুহূর্তেই জ্ঞান হারান৷ হাসপাতালে যাওয়া হয়েছিল বটে, তবে শেষরক্ষা হয়নি৷ এইভাবেই মৃতু্যর কোলে ঢলে পড়ার আগে বাসের ৬০ জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে দিয়ে গেলেন চালক৷

জানা গিয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাত্রীবাহী বাস নিয়ে বের হয়েছিলেন চালক শেখ আখতার৷ অমিত দাস নামে এক যাত্রী জানান, বালেশ্বর জেলায় প্রবেশ করার কিছু ক্ষণ পরেই বুকে তীব্র যন্ত্রণা অনুভব করেন ৷ কোনওমতে বাসটি দাঁড় করিয়ে দিলেও তার পরেই জ্ঞান হারান তিনি৷ তাঁর অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পডে়ন যাত্রীরা৷ তাঁদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন৷ আখতারকে উদ্ধার করে নীলগিরি মহকুমা হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্ত্ত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ চিকিৎসকরা জানিয়েছেন, হূদযন্ত্র বিকল হয়েই মৃতু্য হয়েছে আখতারের৷