শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত বুরেভি, বন্ধ বিমানবন্দর-স্কুল

আবহাওয়া দফতরের পূর্বাভাস জনমানসে আতঙ্ক সৃষ্টি কলেও শেষ পর্যন্ত শক্তি খুইয়ে নিম্নচাপে পরিণত হল ঘূর্ণিঝড় বুরেভি।বন্ধ বিমানবন্দর-স্কুল।

Written by SNS Chennai | December 5, 2020 4:42 pm

প্রতিনিধিত্বমূলক ছবি(Photo: IStock)

আবহাওয়া দফতরের পূর্বাভাস জনমানসে আতঙ্ক সৃষ্টি কলেও শেষ পর্যন্ত শক্তি খুইয়ে নিম্নচাপে পরিণত হল ঘূর্ণিঝড় বুরেভি।

পূর্বাভাস অনুযায়ী বুধবার রাতে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার কথা ছিল ঘূর্ণিঝড়ের। যার জেরে তামিলনাড়ু ও কেরলের অনেক জায়গায় জারি করা হয়েছিল লাল সতর্কতা।

আবহাওয়া দফতর আরও জানিয়েছিল ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ তামিলনাড়ুর বেশ কয়েক জায়গায় ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বর্ষণের কেরলের প্রান্তিক অঞ্চল ও মাহেতেও। সেই সঙ্গে আগামী ২৪ ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছিল তামিলনাড়ু, পুদুচ্চেরি ও কারাইকালে। অন্ধপ্রদেশ ও লক্ষদ্বীপে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা কথাও জানায় আবহাওয়া দপ্তর।