বিএসএফ এবং ওড়িশা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হলেন দুই মাওবাদী। ওড়িশা-অন্ধ্রপ্রদেশ-ছত্তিশগড় সীমানায় সক্রিয় ছিলেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হলেন নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র কাঙ্গেরঘাঁটি এলাকার এরিয়া কমিটির সদস্য (এসিএম) কেসা কাওয়াসি (৩২) এবং অন্ধ্র-ওড়িশা সীমান্তে সক্রিয় মাওবাদী সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র একটি প্লাটুনের সদস্য রাকেশ ওরফে সানু কুঞ্জম (৩০)।
বিএসএফ এবং ওড়িশা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ শুক্রবার পূর্বঘাট পাহাড়ঘেরা সোদিগুদা এবং তেঁতুলিগুদা গ্রাম লাগোয়া জঙ্গলে হানা দেয়। সেই সময় হাতেনাতে ধরা হয় ওই দু’জনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রসঙ্গত, ২০২৩ সালে বিএসএফের ১৪২ নম্বর ব্যাটালিয়ন মালকানগিরির গোম্ফাগিরি এবং মেরিগেট্টা-টেকগুড়া অরণ্য লাগোয়া ওই অঞ্চলে মাওবাদীদের ডেরা থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছিল।