বিমানবন্দরে বোমা রয়েছে বলে ইমেল এসেছিল কর্তৃপক্ষের কাছে। কিন্তু বিমানবন্দর চত্বরে চল্লাশির পর সন্দেহজনক কোনও বস্তু উদ্ধার হয়নি। অবশেষে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ওই হুমকি মেলটি সম্পূর্ণ ভুয়ো। ভয়ের কোনও কারণ নেই। হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরের ঘটনা।
বুধবার সকালে বেগমপেট বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ইমেল করে জানানো হয়, বিমানবন্দর চত্বরে বোমা রয়েছে। এরপরই গোটা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। মেল পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের মুখ্য নিরাপত্তা আধিকারিক হায়দরাবাদ পুলিশকে খবর দেন। তড়িঘড়ি বিমানবন্দর চত্বরে হাজির হয়ে তল্লাশি শুরু করে পুলিশ। দ্রুত সেখানে পৌঁছে যায় বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড, দমকল বাহিনীও। কিছু সময়ের জন্য বিমানবন্দর চত্বর সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। এরপর বিমানবন্দরের প্রতিটি জায়গায় তল্লাশি চলে। কিন্তু তল্লাশির পরেও সন্দেহজনক কিছু উদ্ধার করেনি পুলিশ।
Advertisement