ফের বোমাতঙ্গ, দিল্লির পর আহমেদাবাদের একাধিক স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি মেল

Written by SNS May 6, 2024 4:24 pm

ভদোদরা, ৬ মে– একই মাসে দ্বিতীয় বার বোমতঙ্কের মেইল৷ এবার গুজরাতের আহমেদাবাদের একাধিক স্কুলে৷ মে মাসের প্রথম দিনই আতঙ্ক ছডি়য়েছিল দিল্লি-নয়ডার একাধিক স্কুলে৷ বোমা মেরে স্কুলগুলি উডি়য়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়৷ সেই একই আতঙ্ক এবার ফিরল গুজরাতের আহমেদাবাদে৷ সেখানের একাধিক স্কুলেও বোমাতঙ্ক ছডি়য়েছে৷ দিল্লির মতোই সেখানকার বিভিন্ন স্কুলগুলিকে হুমকি মেল পাঠানো হয়েছে৷
উল্লেখ্য, চলতি মাসের ১ তারিখেই দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদ মিলিয়ে অন্তত ১০০টি স্কুলে হুমকি চিঠি পাঠানো হয়েছিল৷ পুলিশ সূত্রে খবর, সোমবার আহমেদাবাদের ৩টি স্কুলে একই রকম হুমকি মেল পাঠানো হয়েছে৷ কারা, কোথা থেকে এই মেল পাঠাচ্ছে তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ৷ দিল্লির ঘটনায় পুলিশের সন্দেহ ছিল আতঙ্ক ছড়ানোর পিছনে ইসলামি জঙ্গিদের হাত থাকতে পারে৷ কারণ যে মেলে হুমকি পাঠানো হয়েছিল, তাতে সাওয়ারিম বলে একটি শব্দ ছিল৷ ‘সাওয়ারিম’ একটি আরবি শব্দ৷ যার অর্থ তলোয়ারের সংঘর্ষ৷ ইসলামিক স্টেট ২০১৪ সাল থেকে এই শব্দটি ব্যবহার করে আসছে৷ এই ঘটনায় রাশিয়া যোগের খবরও মেলে৷ কারণ হুমকি মেলটি পাঠানো হয়েছিল ‘[email protected].’ থেকে৷ দিল্লি পুলিশের সাইবার ক্রাইম শাখা তদন্ত শুরু করে জানতে পারে, এ ধরনের মেল পাঠানো হয় ভিপিএন কানেকশন থেকে৷ যাতে প্রেরকের সঠিক আইপি অ্যাড্রেস গোপন থাকে৷ এখন আহমেদাবাদের ঘটনার সঙ্গেও এর কোনও যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷
প্রসঙ্গত, দিল্লির চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, পূর্ব দিল্লির ময়ূর বিহারের মাদার মেরি স্কুল এবং দ্বারকার দিল্লি পাবলিক স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে খবর মিলেছিল৷ তারপর জানা যায় যে আরও একাধিক স্কুলে একই রকম মেল এসেছে৷ তবে শুধু দিল্লির স্কুলগুলিতে নয়, কলকাতার রাজভবন, জাদুঘর এবং নবান্ন সহ একাধিক জায়গাতেও বোমা মেরে উডি়য়ে দেওয়ার হুমকি আসে৷ যদিও তল্লাশি করে কোথাও কিছুই খুঁজে পাওয়া যায়নি৷