উত্তর প্রদেশের বান্দা জেলার রিসাউরা গ্রামে খাল থেকে এক মহিলা ও তাঁর তিন শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার খালে ভেসে ওঠা চারটি দেহ ঘিরে তৈরি হয়েছে রহস্য। মৃত মহিলার নাম রিনা। তাঁর তিন সন্তানের মধ্যে এক জনের বয়স ৯, অন্যদের বয়স যথাক্রমে ৫ ও ৩ বছর।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, খালের জলে প্রথমে চারটি দেহ ভাসতে দেখা যায়। আশ্চর্যের বিষয়, শিশুদের দেহগুলি একটি শাড়ির সঙ্গে মহিলার দেহের সঙ্গে বাঁধা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
Advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর তীব্র বিবাদ হয়। তার পর থেকেই রিনা ও তাঁর তিন সন্তান নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরিও দায়ের করা হয়। খালপাড়ে খোঁজ করতে গিয়ে পরিবারের সদস্যরা রিনার চটি, চুড়ি ও পোশাক দেখতে পান। এরপরই সন্দেহ আরও বাড়ে।
Advertisement
শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা খালের জলে দেহগুলি ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন। প্রায় ছয় ঘণ্টার তল্লাশির পর ডুবুরি নামিয়ে চারটি দেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলি শনাক্ত করেন রিনার পরিবারের সদস্যরা।
বান্দার অতিরিক্ত পুলিশ সুপার শিব রাজ বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। রিনার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এটি আত্মহত্যা না খুন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’ এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে কী কারণ, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
Advertisement



