• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বেলাগাভি অধিবেশনে কর্নাটক সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বিজেপি

প্রাক্তন মন্ত্রী আরও জানিয়েছেন, বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে তাঁরা এনডিএ সহযোগীদের সঙ্গে আলোচনা করবে।

মীনাক্ষী ভট্টাচার্য

আগামী মাসে বেলাগাভি অধিবেশনে সিদ্ধারামাইয়া নেতৃত্বাধীন কর্নাটক সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বিজেপি। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক এবং প্রাক্তন মন্ত্রী ভি সুনীল কুমার এই কথা জানিয়েছেন। যদি কর্নাটকে কংগ্রেস সরকার পড়েও যায়, তবুও এখন বিজেপি সরকার গঠনের দাবি করবে না, বলেও তিনি জানিয়েছেন।

Advertisement

সংবাদমাধ্যমে সঙ্গে কথা বলার সময় ভি সুনীল কুমার বলেছেন, ‘সিদ্ধারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের মধ্যে নেতৃত্ব পরিবর্তনের জন্য যে লড়াই চলছে, তাতে রাজ্যের প্রশাসন গত দুই মাস ধরে সংকটজনক পরিস্থিতিতে পড়েছে। রাজ্যের প্রায় ৯০% মন্ত্রী বেঙ্গালুরুর বিধানসভায় তাঁদের সরকারি অফিসে যাচ্ছেন না। বেশ কিছুদিন ধরে সিদ্ধারামাইয়া তাঁর কাজকর্ম মাইসুরুতে সীমাবদ্ধ করে রেখেছেন এবং শিবকুমার নিজেকে দিল্লিতে সীমাবদ্ধ করে রেখেছেন,এইভাবে সরকার চালানো ঠিক হচ্ছে না।’ বিজেপি নেতা আরও জানিয়েছেন, ‘এই সরকার জনসাধারণের বিশ্বাস হারিয়েছে। মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং বিধায়কদের মধ্যে কোনও বিশ্বাসযোগ্যতা আজ আর নেই। আমরা বেলাগাভি অধিবেশনে কংগ্রেস সরকারের বিরুদ্ধে এইসব ঘটনা প্রকাশ্যে আনব এবং সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব আনব।’ প্রাক্তন মন্ত্রী আরও জানিয়েছেন, বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে তাঁরা এনডিএ সহযোগীদের সঙ্গে আলোচনা করবে।

Advertisement

ভি সুনীল কুমারের কথায়, ‘রাজ্যের মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী দু’জনেই। এমনকি সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মাল্লিকার্জুন খাড়গেও কংগ্রেসের হাই কমান্ডের দিকে আঙুল তুলছেন। খাড়গে কংগ্রেসে অবহেলিত হয়েছেন, কংগ্রেসের এই পতন দেখছে বিজেপি।’ প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৮ নভেম্বর উদুপির শ্রীকৃষ্ণ মঠে সফরের যাবেন। ওই দিন দুপুরে একটি রোড শো করবেন মোদী। এই রোড শো-র জন্য সকাল ৯.৩০ থেকে মানুষ জমায়েত হবে, তিনি তার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Advertisement