আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে আজ প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মোট ৭১টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বিহারের বর্তমান দুই উপমুখ্যমন্ত্রীসহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ নেতার নাম রয়েছে।
বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে জানানো হয়েছে, বিহারের তারপুর কেন্দ্র থেকে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরিকে প্রার্থী করা হয়েছে। অন্য উপমুখ্যমন্ত্রী বিজয় সিংহ লড়বেন লখিসরাই কেন্দ্র থেকে। তাছাড়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী মঙ্গল পাণ্ডেকে সিওয়ান এবং মন্ত্রী নীতিন নবীনকে বাঁকিপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। আবার রেনু দেবীকে প্রার্থী করা হয়েছে বেটিয়াহ কেন্দ্র থেকে।
Advertisement
দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে এবং রাজ্যজুড়ে সংগঠনকে আরও সক্রিয় করতে এই প্রথম তালিকা দ্রুত ঘোষণা করা হয়েছে। শীর্ষ নেতৃত্বের মতে, এই তালিকা দলের সংগঠনগত ভারসাম্য বজায় রাখার পাশাপাশি জাতিগত ও আঞ্চলিক সমীকরণও মাথায় রেখে তৈরি করা হয়েছে।
Advertisement
বিহারে বিজেপি এ বার এনডিএ-র প্রধান শক্তি হিসেবেই নির্বাচনে লড়বে। সূত্রের খবর, বাকি আসনগুলিতে প্রার্থী ঘোষণার প্রক্রিয়া চলছে। দ্বিতীয় দফার তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। দলের এক সিনিয়র নেতা বলেন, ‘প্রথম তালিকা প্রকাশের মাধ্যমে আমরা নির্বাচনের প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা করলাম। রাজ্যের জনগণের সমর্থনে বিজেপি আবারও শক্তিশালী সরকার গঠন করবে।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির এই প্রথম তালিকা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে। বড় নেতাদের একাধিক কেন্দ্র থেকে প্রার্থী করা দলের আত্মবিশ্বাসেরই ইঙ্গিত। এখন নজর থাকবে আগামী দিনগুলিতে জোট সহযোগীদের প্রার্থী তালিকা প্রকাশের দিকে।
Advertisement



