দেশের রাজধানীর নাম পাল্টানোর দাবি তুলল বিজেপি। দিল্লির নাম বদলে ‘ইন্দ্রপ্রস্থ’ রাখার আর্জি জানিয়েছেন দিল্লির চাঁদনি চকের বিজেপি সাংসদ প্রবীন খণ্ডেলওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। সেই সঙ্গে পুরনো দিল্লি রেল স্টেশনের নামও পাল্টে ‘ইন্দ্রপ্রস্থ জাংশন’ এবং ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরেরও নাম বদলে ‘ইন্দ্রপ্রস্থ আন্তর্জাতিক বিমানবন্দর’ করার প্রস্তাব দিয়েছেন বিজেপি সাংসদ।
২০২৪ সালে চাঁদনি চক থেকে লোকসভার সাংসদ হন প্রবীণ খণ্ডেলওয়াল। ২০১৭ সালে জিএসটি কমিটিরও সদস্য ছিলেন তিনি। বেশ কিছু দিন ধরেই দিল্লির নামবদলের দাবি তুলছেন তিনি। এবার এক্কেবারে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন তিনি। শাহের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং অন্য মন্ত্রীদেরও রাজধানীর নামবদলের আর্জি জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রবীণ। ‘শিকড়’-এর কথা মাথায় রেখে দিল্লির নাম বদলে ‘ইন্দ্রপ্রস্থ’ করা উচিত বলে তিনি জানিয়েছেন। এমনকী রাজধানীর বুকে পঞ্চপাণ্ডবের ‘গ্র্যান্ড’ মূর্তি বসানোর আবেদনও জানিয়েছেন।
Advertisement
চিঠিতে বিজেপি সাংসদ খণ্ডেলওয়াল লিখেছেন, ‘দিল্লির ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। শুধু তাই নয়, ভারতীয় সভ্যতার আত্মা হল এই দিল্লি। পাণ্ডবেরা যে ইন্দ্রপ্রস্থ তৈরি করেছিল, সেই ঐতিহ্য জড়িয়ে রয়েছে দিল্লিতে।’ তিনি দেশের রাজধানীতে পঞ্চপাণ্ডবের মূর্তি স্থাপন করার আর্জিও জানিয়েছেন। তাঁর মতে, ‘পবিত্র ইন্দ্রপ্রস্থে’ পাণ্ডবদের মূর্তি স্থাপন করলে তা ভারতীয় সংস্কৃতি, ইতিহাস, বিশ্বাসকেই তুলে ধরবে। তাঁর কথায়, ‘পাণ্ডবদের নীতি, ন্যায়পরায়ণতা, সাহসকে এই প্রজন্মের কাছে তুলে ধরবে। মহিমান্বিত ঐতিহ্যের সঙ্গেও জুড়বে।’
Advertisement
নামবদলের এই রাজনীতি গেরুয়া শিবিরে নতুন কিছু নয়। মোঘল গার্ডেনের নাম বদলে করা হয়েছিল অমৃত উদ্যান। হোশাঙ্গাবাদ হয়েছে নর্মদাপুরম। এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে রাজধানী দিল্লির নামবদলের প্রস্তাব বিজেপি সাংসদের। সেই সঙ্গে প্রয়াগরাজ, অযোধ্যা, উজ্জ্বয়নী, বারাণসীর প্রসঙ্গও তুলেছেন তিনি। তাঁর প্রশ্ন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংস্কৃতিক পুনর্জাগরণের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে যদি অযোধ্যা, কাশী এবং প্রয়াগরাজের মতো প্রাচীন শহরগুলিকে পুনরুজ্জীবিত করা যায়, তাহলে দিল্লি কেন নয়?
এর আগেও বহু রাস্তা, জায়গা, রেল স্টেশনের নাম বদলেছে মোদী সরকার। ইসলামিক সংস্কৃতি মুছে ফেলার অভিযোগ উঠেছে পদ্ম শিবিরের বিরুদ্ধে। মোঘলসরাই স্টেশনের নাম বদলে দীনদয়াল উপাধ্যায় করা হয়েছে। এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। এবার দেশের রাজধানীর নাম বদলে ইন্দ্রপ্রস্থ করার প্রস্তাব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Advertisement



