• facebook
  • twitter
Friday, 13 December, 2024

উত্তর প্রদেশে বিজেপি বিধায়কের ভাইকে পিটিয়ে হত্যা

বাড়িতে ঢুকে বিজেপি বিধায়কের আত্মীয়কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল উত্তর প্রদেশে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

বাড়িতে ঢুকে বিজেপি বিধায়কের আত্মীয়কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল উত্তর প্রদেশে। পিলভীটে বিজেপি বিধায়ক বাবুরাম পাসোয়ানের খুড়তুতো ভাই ফুলচাঁদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিধায়কের ভাইয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। সেই সময় কয়েকজন লোক বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে। অভিযুক্তরা ফুলচাঁদের নাতনিকেও অপহরণের চেষ্টা করে। উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ বিধায়ক থানায় বিক্ষোভ দেখান। দোষীদের গ্রেপ্তারের পাশাপাশি কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ঘটনাটি পুরানপুর কোতয়ালী এলাকার উদরাহ গ্রামের। পুরানপুর বিধানসভার বিজেপি বিধায়ক বাবুরাম পাসোয়ানের খুড়তুতো ভাই ফুলচাঁদের নাতির বিয়ের অনুষ্ঠান চলছিল। তখন পাশের গ্রামের বাসিন্দা মহেন্দ্র পাল নামে এক ব্যক্তি তাঁর সহযোগীদের নিয়ে বাড়িতে ঢুকে ফুলচাঁদের নাতনিকে মারধর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিবারের লোকজন প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর ওই পরিবারকে মারধর করে দুষ্কৃতীরা।

এতে ফুলচাঁদ গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ফুলচাঁদ মারা যান। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, দুষ্কৃতীরা তাঁদের নাতনিকে অপহরণ করতে এসেছিল। এরপর উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। ৮ জন আহত হয়।

আহতদের মধ্যে রয়েছে মৃত ফুলচাঁদের ছেলে রাম সহায়, সমাধি কালীচরণ, শিব কুমার এবং তাঁর গর্ভবতী নাতনি। এই ঘটনার পর বিজেপি বিধায়ক বাবুরাম পাসোয়ান তাঁর সমর্থকদের নিয়ে থানায় পৌঁছে অভিযুক্ত মহেন্দ্র সহ সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। পুলিশের ভূমিকা প্রশ্ন তুলে থানা ঘেরাও করেন তাঁরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

পিলভীটের এসপি অবিনাশ পান্ডে বলেছেন, দুষ্কৃতীদের সঙ্গে বচসার জেরে ফুলচাঁদের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পাঁচ জনের বিরুদ্ধে খুন-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। দু’জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিন অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।