বিজেপি নেতারা ক্ষমতায় মত্ত,ট্যুইটারে ঝাঁঝালো আক্রমণ প্রিয়াঙ্কার

রাহুল গান্ধি কংগ্রেস সভাপতির পদে ইস্তফা দিয়েছেন।কর্নাটকেও কংগ্রেস মন্ত্রীদের ইস্তফার হিড়িক চলছে।কিন্তু এর মধ্যেও শাসকদলের প্রতি আক্রমণের ঝাঁঝ বজায় রেখেছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি।

Written by SNS New Delhi | July 9, 2019 3:28 pm

প্রিয়াঙ্কা গান্ধী (Photo: IANS)

রাহুল গান্ধি কংগ্রেস সভাপতির পদে ইস্তফা দিয়েছেন।কর্নাটকেও কংগ্রেস মন্ত্রীদের ইস্তফার হিড়িক চলছে।কিন্তু এর মধ্যেও শাসকদলের প্রতি আক্রমণের ঝাঁঝ বজায় রেখেছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি।

সরকারি আধিকারিকদের ওপর বিজেপি নেতাদের একের পর এক আক্রমণের ঘটনায় বিজেপি নেতাদের ‘ক্ষমতায় মত্ত’ বলে উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা।সম্প্রতি বিজেপি নেতাদের কটাক্ষ করে হিন্দিতে প্রিয়াঙ্কা লেখেন,জনগণের সেবা করার কথা বলে বিজেপি নেতারা ভােটে জিতেছেন।কিন্তু নির্বাচনে জেতার পরে সরকারি কর্মচারীদের প্রতিদিন ভয় দেখিয়ে যাচ্ছেন।ক্ষমতায় মত্ত হয়ে কোনাে নেতা ব্যাট দিয়ে সরকারি কর্মীকে পেটাচ্ছেন, কেউ শুন্যে গুলি চালাচ্ছেন কিংবা লাঠিপেটা করছেন।

একই সঙ্গে বিজেপি নেতাদের প্রতি সােনিয়া-তনয়ার-এই সমস্ত মানুষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কোনাে সুযােগ আছে কি?প্রসঙ্গত গত ২৬ জুন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র ছেলে তথা মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয় এক সরকারি আধিকারিককে ব্যাট দিয়ে পিটিয়েছিলেন।

পুলিশ অবশ্য আকাশকে তখনকার মতাে গ্রেফতার করেছিল।প্রধানমন্ত্রী আকাশের এই আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন।তার পরেও বিজেপির নেতাদের টনক নড়েনি।গত শনিবার আবার উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ রামশঙ্কর কাঠেরিয়ার বিরুদ্ধে শুন্যে গুলি ছোঁড়া এবং পুলিশকর্মীকে লাঠিপেটা করার অভিযােগ উঠেছে।