পাঁচ বছরের বিকাশ দেখাতে নির্বাচনী প্রচারে এবার নমো টিভি

এবার ভারতীয় জনতা পার্টি নিয়ে নিল আস্ত একটা টেলিভিশন চ্যানেল

Written by SNS New Delhi | April 1, 2019 8:01 am

নমো টিভি

যত দিন যাচ্ছে, লোকসভা নির্বাচনের ধরণ তত আধুনিক হচ্ছে। সেই আধুনিকতার পালে হাওয়া দিয়ে এবার ভারতীয় জনতা পার্টি নিয়ে নিল আস্ত একটা টেলিভিশন চ্যানেল। নাম নমো টিভি। নমো মোবাইল অ্যাপ্লিকেশনের পর নমো টিভির অর্থ সকলেই বুঝতে পারছেন। বারাণসি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে আস্ত একটা টিভি চ্যানেল শুরু হয়েছে আর্থিক বর্ষের শেষ দিনে।

ভোটের প্রচারে এতদিন দেশবাসী দেখেছে টিভি, রেডিও ও খবরের কাগজের বিজ্ঞাপন। সেই বিকাশের হাওয়ায় বিকশিত আম আদ্মি দেখবে টিভি চ্যানেল। রবিবার এই নতুন চ্যানেলের যাত্রা শুরু হওয়ার পর ট্যুইটারে এ ব্যাপারে শুভেচ্ছা জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। জানানো হয়েছে, এই চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচার সরাসরি দেখানো হবে । একই সঙ্গে লোকসভা নির্বাচনের মত বিশাল আয়োজনের নানা রূপ তুলে ধরা হবে এই চ্যানেলের মাধ্যমে।

শুধু বিজেপিই নয় , ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদিও। এই চ্যানেলেই রবিবার প্রচারিত হবে – ম্যায় ভি চৌকিদার হু।