হিন্দুদের ভাবাবেগে আঘাত, ঊর্মিলা বিরুদ্ধে থানায় গেলে বিজেপি

হিন্দুদের ভাবাবেগে আঘাত, ঊর্মিলা বিরুদ্ধে থানায় গেলে বিজেপি।অভিযোগ দায়ের করেছেন বিজেপির সুরেশ নাথুয়া

Written by SNS New Delhi | April 8, 2019 9:40 am

কংগ্রেস প্রার্থী ঊর্মিলা মাতোন্ডকার (ছবি-ট্যুইটার)

সদ্য কংগ্রেসে যোগ দিয়ে অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকার-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো।শনিবার তাঁর বিরুদ্ধে মুম্বাইয়ের একটি থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির সুরেশ নাথুয়া।অভিযোগ,হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন রাজনৈতিক অভিনেত্রী।নাথুয়ার অভিযোগ,সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাতকারে ঊর্মিলা বলেছেন,আগে হিন্দুত্ব বলতে মানুষ বুঝত সহিষ্ণূতা।তবে মোদি সরকারের দৌলতে এটি বিশ্বের সবচেয়ে অসহিষ্ণূ ধর্মে পরিণত হয়েছে।

তাঁর মন্তব্যের প্রেক্ষিতে নাথুয়া অভিযোগপত্রে লিখেছেন টিভি চ্যানেলে হিন্দুত্বকে বিশ্বের সবচেয়ে হিংসাত্মক ধর্ম বলে উল্লেখ করে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন ঊর্মিলা।গত ২৭ মার্চ কংগ্রেসে যোগ দিয়েছেন ঊর্মিলা।আসন্ন লোকসভা নির্বাচনে  তিনি মুম্বাই উত্তর কেন্দ্র থেকে লড়ছেন।