গুরুদাসপুরে মনােনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী সানি দেওল

আকস্মিকভাবে রাজনীতিতে প্রবেশ ধর্মেন্দ্র পুত্র সানি দেওলের। কিছুদিন আগেই বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন সানি। গত সােমবার বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যােগ দেন বলিউডে অ্যাংরি হিরাে সানি দেওল। দলে যােগ দেওয়ার পরই পাঞ্জাবে গুরুদাসপুর থেকে নির্বাচনে লড়াইয়ের জন্য টিকিট পেয়ে যান।

Written by SNS Gurdaspur | April 30, 2019 1:58 pm

বিজেপি প্রার্থী সানি দেওল (Photo: IANS)

আকস্মিকভাবে রাজনীতিতে প্রবেশ ধর্মেন্দ্র পুত্র সানি দেওলের। কিছুদিন আগেই বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন সানি। গত সােমবার বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যােগ দেন বলিউডে অ্যাংরি হিরাে সানি দেওল। দলে যােগ দেওয়ার পরই পাঞ্জাবে গুরুদাসপুর থেকে নির্বাচনে লড়াইয়ের জন্য টিকিট পেয়ে যান।

আজ গুরুদাসপুরে মনােনয়নপত্র জমা দিলেন সানি দেওল। সােমবার সকালে অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রার্থনা সেড়ে, মাথায় পাগড়ি পরে গুরুদাসপুর লােকসভা আসনের জন্য জেলা শাসকের অফিসে মনােনয়নপত্র জমা দেন সানি। সেই সময় তার সঙ্গে ছিলেন ভাই ববি দেওল।

পরে সানি বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে দুর্গামন্দির সহ বেশ কয়েকটি মন্দিরে পুজো দেন। তার সঙ্গে ছিলেন কয়েকশাে বিজেপি কর্মী। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে হারানাের জন্য তারকা প্রার্থীকে মাঠে নামিয়েছে বিজেপি বলে অভিযােগ করেছে কংগ্রেস।

গুরুদাসপুর আসনে বিজেপির হয়ে ভােটে লড়েছেন প্রয়াত অভিনেতা রাজেশ খান্না। তাঁর অকাল প্রয়ানে এই আসনে কে প্রার্থী হবেন তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল।