ভারতের নাগরিক পঞ্জীকরণ ব্যবস্থার (সিআরএস) রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে দেশে জন্ম নিবন্ধনের সংখ্যা হ্রাস পেয়েছে। তবে মৃত্যুর পরিসংখ্যানে এই সংখ্যা সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে মোট ২.৫২ কোটি জন্ম নিবন্ধিত হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ২ লক্ষ ৩২ হাজার ৯৪ বা ০.৯% কম। যদিও ২০২৩ অবধি বিগত পাঁচ বছরের মধ্যে জন্ম নিবন্ধনে তৃতীয়বারের মতো হ্রাস পেয়েছে। এর আগে ২০২০ ও ২০২১ সালে জন্ম নিবন্ধনের সংখ্যা হ্রাস লক্ষ্য করা গিয়েছিল। স্বাভাবিকভাবে এই রিপোর্টে এটি নির্দেশ করছে যে, দেশে জন্মহার কমছে এবং মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে।
Advertisement
রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে মোট ৮৬.৬ লাখ মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা ২০২২ সালের তুলনায় মাত্র ৯,৭৪৯ বা ০.১% বেশি। সিআরএস রিপোর্ট অনুযায়ী, জন্ম এবং মৃত্যু উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গিয়েছে।
Advertisement
আবার ২০২৩ সালে প্রাতিষ্ঠানিক জন্মের হার ছিল ৭৪.৭%, যা ২০২২ সালের থেকে কিছুটা কম। কারণ ২০২২ সালে জন্মের হার ছিল ৭৫.৫%। অন্যদিকে, ২০২৩ সালে চিকিৎসা সেবা ছাড়া মৃত্যুর হার ২০২২ সালের ৫০.৭% থেকে বেড়ে ৫৩.৪% হয়েছে।
উল্লেখ্য, মহাপঞ্জীয়ক অফিস বা ওআরজিআই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এই দপ্তর সম্প্রতি এই পরিসংখ্যান প্রকাশ করেছে। ভারতের নাগরিক পঞ্জীকরণ ব্যবস্থা যে সব পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করা হয়, সিআরএস রিপোর্ট তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি। সেজন্য সিআরএস রিপোর্টে দেশে সমস্ত নিবন্ধিত জন্ম ও মৃত্যু রেকর্ড করা হয়। যদিও সব জন্ম ও মৃত্যু নিবন্ধিত হয়নি। তবে ২০২৩ সালের রিপোর্টের তথ্য ৩ সেপ্টেম্বর প্রকাশিত নমুনা নিবন্ধন পদ্ধতি (এসআরএস) রিপোর্টের জরিপ-ভিত্তিক অনুমানগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ। সেই এসআরএস রিপোর্টে দেখা গেছে, ভারতের জন্ম ও মৃত্যু হার ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কমেছে।
Advertisement



