• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বিহারে দুপুর ৩টা পর্যন্ত ভোটদানের হার ৬০.৪০ শতাংশ

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, দ্বিতীয় দফার এই উচ্চ ভোটদানের হার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সম্ভাবনাকে নতুন হিসাব–নিকাশে ফেলবে।

ছবি: এনএনআই

বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দুপুর ৩টা পর্যন্ত ভোটদানের হার পৌঁছল ৬০.৪০ শতাংশে। সকাল থেকেই বিভিন্ন এলাকায় ভোটগ্রহণের উল্লেখযোগ্য গতি চোখে পড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা, মুসলিম প্রধান অঞ্চল এবং শহর-গ্রামের মিশ্র এলাকায় দীর্ঘ লাইন দেখা গিয়েছে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, দুপুরের পর আরও ভোটার বুথে পৌঁছনোর ফলে এই হার আরও বাড়তে পারে।

রাজ্যের বিভিন্ন অংশ থেকে পাওয়া তথ্য বলছে, অনেক বুথেই মহিলাদের উপস্থিতি পুরুষদের তুলনায় বেশি। যুব ভোটারদের অংশগ্রহণও নজরকাড়া। যদিও কয়েকটি সংবেদনশীল এলাকায় হালকা উত্তেজনার খবর পাওয়া গিয়েছে। তবে সামগ্রিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণই হয়েছে বলে প্রশাসনের দাবি। নিরাপত্তা বাহিনী সতর্ক নজরদারিতে রেখেছে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকা।

Advertisement

এই দফায় বহু গুরুত্বপূর্ণ আসনে ভোটগ্রহণ চলছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, দ্বিতীয় দফার এই উচ্চ ভোটদানের হার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সম্ভাবনাকে নতুন হিসাব–নিকাশে ফেলবে। বিশেষ করে গ্রামাঞ্চলে অংশগ্রহণ বেড়ে যাওয়ায় ফলাফল কোন দিকে যেতে পারে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Advertisement

রাজনৈতিক মহলের মতে, এই উচ্চ ভোটদানের হার সাধারণ মানুষের প্রত্যাশা ও ক্ষোভ— দুই–ই প্রতিফলিত হতে পারে। প্রথম দফার তুলনায় এই দফায় ভোটদানের অংশগ্রহণ বাড়ায় রাজনৈতিক দলগুলোর ভিতরে নতুনভাবে উৎসাহ তৈরি হয়েছে।

এখন নজর ভোটগ্রহণ শেষ হওয়ার পর চূড়ান্ত ভোটদানের হার নিয়ে। দিনের শেষভাগে অংশগ্রহণ বাড়লে দ্বিতীয় দফায় বিহারের নির্বাচনী লড়াইকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement