বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় এ বার ভোটদানের গতি চোখে পড়ার মতোই। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৪৭.৬২ শতাংশ। এদিন বিহারবাসী উৎসবের মেজাজে ভোট প্রদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। সকাল থেকেই বহু এলাকায় ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। বিশেষ করে জেলা সদর, গ্রামাঞ্চল এবং নদীর পার্শ্ববর্তী বুথগুলিতেও ভোট দানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, এই প্রক্রিয়ায় রাষ্ট্রসঙ্ঘ-স্বীকৃত পর্যবেক্ষক না থাকলেও স্থানীয় প্রশাসন জানাচ্ছে, ভোটগ্রহণ শুরুর পর থেকে সামগ্রিক পরিবেশ ছিল মোটের উপর শান্তিপূর্ণ। কিছু এলাকায় ভোটারদের লাইনে সামান্য ধাক্কাধাক্কি বা বিশৃঙ্খলার খবর মিললেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বহু বুথে মহিলাদের অংশগ্রহণও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বলে জানাচ্ছেন নির্বাচন কর্মীরা।
Advertisement
দ্বিতীয় দফায় বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বহু গুরুত্বপূর্ণ নেতানেত্রীরা। ভোটের হালচাল দেখে রাজনৈতিক শিবিরগুলিও এখন প্রবলভাবে মানুষের মতিগতি বিশ্লেষণে তৎপর। দুপুরের পর ভোট প্রদানের হার আরও বাড়বে কি না, তা নিয়েই এখন জোর আলোচনা শুরু হয়েছে। কারণ দ্বিতীয় দফায় তুলনামূলকভাবে বেশি ভোট পড়লে চূড়ান্ত ফলাফলে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Advertisement
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রার্থীদের প্রচার, স্থানীয় ইস্যু ও এলাকাভেদে ভোটারদের আগ্রহ— সব মিলিয়ে দ্বিতীয় দফায় ভোটদানের হার এ বার গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলে মনে করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত ভোটদানের হার আরও বাড়তে পারে বলেও প্রশাসনের ধারণা।
Advertisement



