টানা কয়েক সপ্তাহের টানাপড়েন, দর কষাকষি ও অভ্যন্তরীণ মতবিরোধের পর অবশেষে একমতে পৌঁছল বিহারের বিরোধী শিবির। অবশেষে তেজস্বী যাদবের উপরই ভরসা দেখাল মহাগঠবন্ধন। বিহারে আসন্ন নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করা হল। দলীয় সূত্রে খবর, কংগ্রেস, বামদল-সহ মহাগঠবন্ধনের সব সহযোগী শিবিরই তেজস্বীর নামে সিলমোহর দিয়েছে।
বিরোধী শিবিরের এই সিদ্ধান্তকে মহাগঠবন্ধনের জন্য বড় পদক্ষেপ হিসেবে দেখছে রাজনৈতিক শিবির। তবে আগামী নির্বাচনে এই ঐক্যবদ্ধ বিরোধী ফ্রন্ট এবং তেজস্বী কী ম্যাজিক দেখতে পারেন তার উপর নির্ভর করছে বিরোধী জোটের ভাগ্য। যদিও তেজস্বীকে মোটেও গুরুত্ব দিতে নারাজ বিহারের শাসকদল জনতা দল পার্টি। জনতা দল পার্টির মুখপাত্র উদয় সিংহ বলেন, বিরোধী শিবির যাকে খুশি দাঁড় করাকে। বিহারের মানুষ জানে নীতীশ সরকার উন্নতির প্রতীক। এর আগে বিরোধী জোটের তরফে বিহারের মুখ্যমন্ত্রীর মুখ কে হবে তা নিয়ে বিস্তর জলঘোলা হতে দেখা যায়।
Advertisement
তারপর একের পর এক ম্যারাথন বৈঠকে বসে বিরোধী জোট। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার মহাগঠবন্ধনের তরফে আনুষ্ঠানিকভাবে শোষণ করা হয়, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) তরুণ নেতা তেজস্বী যাদবই হবেন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।
এর আগে বিরোধী তরফের মুখ নিয়ে বেশ কয়েকজনের নাম উঠে আসে। তবে সবার মধ্যে অন্যতম ছিলেন তেজস্বীই। অবশেষে আরজেডি নেতার পক্ষেই সমর্থন দিল বাকি দলগুলো। নাম ঘোষণার পর তেজস্বী বিরোধী শিবিরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘এটা কেবল আমার নয়, বিহারের যুবসমাজের লড়াই। আমরা একসঙ্গে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করব।’
Advertisement
Advertisement



