• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আগামী ৬ ও ১১ নভেম্বর দুই দফায় বিহার বিধানসভা নির্বাচন

ফল ঘোষণা ১৪ নভেম্বর

প্রতিনিধিত্বমূলক চিত্র

অবশেষে বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, দু’দফায় ভোটগ্রহণ করা হবে। প্রথম দফার ভোট হবে আগামী ৬ নভেম্বর, বৃহস্পতিবার এবং দ্বিতীয় দফার ভোট হবে ১১ নভেম্বর, মঙ্গলবার। গণনা হবে ১৪ নভেম্বর (শুক্রবার) এবং ১৬ নভেম্বর, রবিবার গোটা নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ, অবাধ ও স্বচ্ছভাবে ভোট গ্রহণ করা। এর জন্য রাজনৈতিক দল, ভোটার এবং সংবাদমাধ্যম—সবার সহযোগিতা প্রয়োজন।’ তিনি জানান, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্য জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

Advertisement

জ্ঞানেশ কুমারের তথ্য অনুযায়ী, এই নির্বাচনে বিহারজুড়ে মোট ৯০,৭১২টি ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে। প্রতি ভোটগ্রহণ কেন্দ্রে গড়ে প্রায় ৮১৮ জন ভোটার থাকবেন। রাজ্যের ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে তফসিলি জাতি ও ২টি তফসিলি জনজাতির জন্য ৩৮টি আসন সংরক্ষিত করা হয়েছে।

Advertisement

তিনি আরও জানান, বিহারে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪৩ লক্ষ। এর মধ্যে ৩ কোটি ৯২ লক্ষ ভোটার পুরুষ এবং ৩ কোটি ৫০ লক্ষ মহিলা ভোটার রয়েছে। এ ছাড়াও প্রায় ১৪ লক্ষ ভোটার এ বার প্রথম ভোট দেবেন।

ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হবে বলে কমিশন জানিয়েছে। বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন কর্মসূচির বা এসআইআর-এর পর নতুন ভোটার তালিকায় ২১ লক্ষ ৫০ হাজার নতুন নাম যুক্ত করা হয়েছে এবং প্রায় ৬৮ লক্ষ ৫০ হাজার নাম বাদ দেওয়া হয়েছে। সংশোধিত এই তালিকা সব রাজনৈতিক দলের হাতে তুলে দেওয়া হয়েছে। মনোনয়ন দাখিলের শেষ তারিখের পর ভোটার তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করা হবে।

এ বার বিহারের মূল লড়াই হবে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) এবং লালু প্রসাদ যাদবের নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের মধ্যে। বর্তমান বিধানসভায় এনডিএ-র আসন সংখ্যা ১৩১ — যার মধ্যে বিজেপির ৮০, জনতা দল ইউনাইটেড-এর ৪৫, হিন্দুস্তানি আওয়াম মোর্চার ৪ এবং ২ জন নির্দল প্রার্থী রয়েছেন।

অপরদিকে, মহাগঠবন্ধনের হাতে ১১১টি আসন। এর মধ্যে রাষ্ট্রীয় জনতা দলের ৭৭, কংগ্রেসের ১৯, সিপিআই(এমএল)-এর ১১ এবং সিপিআই ও সিপিআই(এম)-এর দুটি করে আসন রয়েছে।

উল্লেখ্য, চলতি বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ নভেম্বর। তাই তার আগেই সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া শেষ করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের এই ঘোষণার পরই কার্যত শুরু হয়ে গেল বিহারের নির্বাচনী মহারণের কাউন্টডাউন।

Advertisement