সরকারি উপদেশ সত্ত্বেও মালদ্বীপে গেল বেঙ্গালুরু

Written by SNS February 12, 2018 11:24 am

সরকারি উপদেশ সত্ত্বেও মালদ্বীপে গেল বেঙ্গালুরু

দিল্লি- সেখানকার রাজনৈতিক অস্থিরতার কারণে মালদ্বীপে না যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের উপদেশ ও পরামর্শ সত্ত্বেও বেঙ্গালুরু এফসি ফুটবল দল রবিবার মালদ্বীপে উড়ে গেল।

এএফসি কাপের প্রথম লেগের প্লেঅফ ম্যাচ খেলার উদ্দেশ্যে। ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর সঙ্গে সিটি স্পোর্টস ক্লাবের খেলা মালদ্বীপের রাজধানী শহর মালেতে।

গত সপ্তাহে ভারতের বিদেশ মন্ত্রক ভারতের নাগরিকদের পরামর্শ দিয়েছিল মালদ্বীপ ভ্রমণ স্থগিত রাখতে কারণ সেখানে রাজনৈতিক অস্থিরতা চলছে।

সূত্রের খবর, বিদেশ মন্ত্রক বেঙ্গালুরু এফসিকেও একটি চিঠিতে ক্লাবের শীর্ষ ব্যক্তিত্ব শ্রীনিবাস মূর্তিকে মালে না যাওয়ার পরামর্শ দিয়েছিল।

শ্রীনিবাস মূর্তি বলেছেন, আমরা এএফসিকে প্রশ্ন করেছিলাম যে খেলাটি পিছিয়ে দেওয়া সম্ভব কিনা। উত্তরে এএফসি জানিয়েছে বেঙ্গালুরু যদি না আসে তবে পয়েন্ট হারাবে।

যদিও মালদ্বীপের জাতীয় ডিফেন্স ফোর্স এই ম্যাচের জন্য পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছে এএফসিকে।