লুডাে খেলা নিয়ে বিবাদে বেঙ্গালুরুতে খুন বাংলার যুবক, ধৃত ৫

অনলাইন লুডাে খেলায় বাজি হেরে ২০০ না দেওয়ায় বন্ধুর হাতে খুন হলেন বাংলার এক যুবক। গত শনিবার বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

Written by SNS Bengaluru | June 11, 2019 5:33 pm

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

অনলাইন লুডাে খেলায় বাজি হেরে ২০০ না দেওয়ায় বন্ধুর হাতে খুন হলেন বাংলার এক যুবক। গত শনিবার বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযােগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পশ্চিমবঙ্গের বাসিন্দা মহম্মদ আলি শাহিব বেঙ্গালুরুর একটি ফেব্রিকের কারখানায় কাজ করতেন। শহরের দক্ষিণের বেন্দ্রেনগর এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। ঘটনার দিন রাত ১০টা নাগাদ ইলিয়াস নগরে রাস্তার পাশে বসে শেখ মিলান নামে এক বন্ধুর সঙ্গে অনলাইনে লুডাে খেলছিলেন বছর বত্রিশের ওই যুবক। তাদের মধ্যে ২০০ টাকার বাজি হয়েছিল। যার জেরে খুন হতে হল ওই যুবককে।

খেলায় হেরে যাওয়ার পরে শাহিব ২০০ টাকা দিতে অস্বীকার করায় আরও ৪ বন্ধুকে ডেকে আনে। রক্তাক্ত অবস্থায় শাহিবকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।