• facebook
  • twitter
Saturday, 10 May, 2025

এবার লখনউ, ধর্ষণে বাধা দেওয়ায় তরুণীকে হত্যার অভিযোগ

চলন্ত গাড়িতে এক বিউটিশিউয়ানকে ধর্ষণের চেষ্টা। বাধা পেয়ে তরুণীকে কোপাল দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর।

প্রতীকী ছবি

চলন্ত গাড়িতে এক বিউটিশিয়ানকে ধর্ষণের চেষ্টা। বাধা পেয়ে তরুণীকে কোপাল দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর। একই গাড়িতে থাকা তাঁর বোন শ্লীলতাহানির শিকার হয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের। এই ঘটনায় এখনও পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত কয়েক দিনে পর পর চার বার ধর্ষণের চেষ্টার মতো অভিযোগে শিরোনামে উঠে এল উত্তরপ্রদেশ। বারাণসী, কাসগঞ্জ, রামপুরের পর এ বার লখনউ।

২৬ বছর বয়সী ওই বিউটিশিয়ানকে সুধাংশু নামে এক ব্যক্তির বাড়িতে বিয়ের মেহেন্দি পরাতে গিয়েছিলেন। সুধাংশুর পাঠানো গাড়িতেই ওই বাড়িতে যান তরুণী ও তাঁর বোন। কাজ শেষ করতে রাত হয়ে যাওয়ায় সুধাংশুই তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই জন্য একটি গাড়িরও ব্যবস্থা করেন। অজয়, বিকাশ ও আদর্শ নামের তিন যুবক ওই গাড়িতে ছিলেন। তরুণী ও তাঁর বোন সেই গাড়িতেই বাড়ির পথে রওনা দেন।

কিছুটা রাস্তা যেতেই চলন্ত গাড়িতে ওই দু’নের ওপর চড়াও হন তিন যুবক। ধর্ষণের চেষ্টা করা হয়। আটকাতে গেলে বিউটিশিয়ানের গলা কেটে দেওয়া হয়। তাঁর মৃত্যু হয়। নিহত তরুণীর বোনের কথায়, ‘ওরা আমাদের দু’জনেরই শ্লীলতাহানি করে। দিদিকে ধর্ষণ করার চেষ্টা করছিল। দিদি বাধা দিতেই ওরা ঘাড়ে কোপ বসিয়ে দিল।’ গাড়ির ভিতরে ধস্তাধস্তি চলার সময় সেটি একটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। দুই বোনই গাড়ির নীচে আটকে পড়েন।

দুই বোনের চিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হন এবং তাঁদের উদ্ধার করেন। তার আগেই অবশ্য অভিযুক্ত তিন জন পালিয়ে গিয়েছিলেন। অভিযোগ, যাওয়ার সময়ে তাঁরা হুমকি দিয়েছিলেন, কাউকে এই ঘটনার কথা জানালে বা থানায় অভিযোগ দায়ের করলে তরুণীর বোন এবং গোটা পরিবারকেই খুন করা হবে।

নিহত তরুণীর স্বামী লখনউয়ের বঁথরা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। দু’জনকে গ্রেপ্তার করা গেলেও তৃতীয় অভিযুক্ত এখনও ধরা পড়েননি। এসিপি বিকাশ পাণ্ডে জানিয়েছেন, তদন্ত চলছে। যত দ্রুত সম্ভব তৃতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।

প্রসঙ্গত, গত কয়েকদিনে উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটেছে। বারাণসীতে ২৩ জন মিলে এক তরুণীকে গণধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন। এখন পর্যন্ত ১৪ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাসগঞ্জে এক তরুণী তাঁর হবু স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন। তারপর রামপুরে ১১ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে।