ধর্মের নামে ভোট চেয়েছেন মোদি, ভোটে নিষিদ্ধ করার দাবিতে আবেদন দিল্লি হাই কোর্টে

Written by SNS April 17, 2024 4:27 pm

দিল্লি, ১৭ এপ্রিল– প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোটে নিষিদ্ধ করার দাবি পেঁৗছাল এবার দিল্লি হাই কোর্টে৷ ভোটপ্রচারে প্রধানমন্ত্রী ভগবান ও উপাসনার স্থানের নামে ভোট চাইছেন, এই অভিযোগকে সামনে রেখে মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের মামলা দায়ের হয়েছে দিল্লি হাই কোর্টে৷ আনন্দ এস জোনধালে নামে একজন আইনজীবী আবেদনটি দায়ের করেছেন৷ সেই দাবিতে বলা হয়েছে ধর্মের নামে ভোট চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লঙ্ঘন করছেন আদর্শ আচরণবিধি৷ অবিলম্বে মোদিকে নির্বাচনী লড়াই থেকে নিষিদ্ধ করা হোক৷ এহেন দাবির জল গডি়য়েছে আদালত পর্যন্ত৷ আনন্দের আরও দাবি, বক্তৃতার সময় প্রধানমন্ত্রী ভোটারদের কাছে ‘হিন্দু ও শিখ দেবতা এবং হিন্দু উপাসনালয়ের’ নামে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন৷ ধর্মের নামে ভোট চেয়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন মোদি৷
আবেদনে মামলাকারীর অভিযোগ, গত ৯ এপ্রিল উত্তরপ্রদেশের পিলিভিটে বিজেপির নির্বাচনী জনসভায় মোদির বক্তৃতার উল্লেখ করে তিনি এই আর্জি জানিয়েছেন৷ তাঁর বক্তব্য, ‘মোদি ভাষণে সেদিন বলেছিলেন যে তিনি রামমন্দির তৈরি করে দিয়েছেন এবং কর্তারপুর সাহিব করিডর তৈরি করে দিয়েছেন৷ গুরুদ্বারে লঙ্গরের রান্নার জন্য ব্যবহূত জিনিসপত্রের ওপর থেকে জিএসটি তুলে দিয়েছেন৷ তিনি আরও দাবি করেন, তিনি আফগানিস্তান থেকে গুরু গ্রন্থসাহিব নিয়ে এসেছেন৷’