• facebook
  • twitter
Sunday, 28 December, 2025

‘সঙ্গমের’ প্রচেষ্টা

নেপকেয়ার হসপিটালিটি ম্যানেজমেন্ট নেপকেয়ার হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের সাথে ৩ জুলাই ' সঙ্গম ' নামে একটি ইভেন্টের আয়োজন করে।

 রাজেশ মেডিকেল অ্যান্ড কোম্পানি ( RMC ) , নেপকেয়ার হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের সাথে ৩ জুলাই ‘ সঙ্গম ‘ নামে একটি ইভেন্টের আয়োজন করে।

সেখানে তারা ভবিষ্যৎ প্রত্যাশি সহযোগীদের গ্রামীণ এলাকায় উদ্যোক্তাদের চালিত করার উদ্দেশ্যে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানায়।

Advertisement

এই অনুষ্ঠানে প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন। কথিত লক্ষ্য হল ভারতের গ্রামীণ এলাকায় উদ্যোক্তা চালনা করা এবং চিকিৎসা সামগ্রী কেনার ক্ষেত্রে সুবিধাবঞ্চিত মানুষদের সমস্যার সমাধান করা।

Advertisement

রাজেশ মেডিকেলের বিশাল আগরওয়াল , চন্দ্র প্রকাশ ভাটার , দীনেশ কুমার ভাটার , রমেশ জাজু এবং পবন জাজু (নেপকেয়ার হসিপিটালিটির ডিরেক্টর ) এর মতো বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।

Advertisement