Advertisement
Advertisement
গাজিপুর, ৩০ মার্চ – প্রয়াত রাজনৈতিক নেতা ও গ্যাংস্টার মুখতার আনসারির শেষকৃত্য সম্পন্ন হল শনিবার। শেষকৃত্যে অংশ নিতে উত্তরপ্রদেশের গাজিপুরে ঢল নাম মানুষের। গাজিপুরের মহম্মদাবাদের কবরস্থানে এদিন আনসারির শেষকৃত্য হয়। তাতে অংশ নিতে ভিড় জমান বিপুল সখ্যক সমর্থক তাঁদের সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। ভিড় সরাতে লাঠি চার্জও করতে হয় পুলিশকে। শনিবারের এই শেষকৃত্যে অশান্তি এড়াতে গাজিপুর এবং
Advertisement
Advertisement
© 2025 - All rights reserved.