• facebook
  • twitter
Tuesday, 30 December, 2025

উত্তরাখণ্ডে খাদে বাস পড়ে ৩৬ জনের মৃত্যু

উত্তরাখণ্ডের আলমোড়ায় পথ দুর্ঘটনা। মার্চুলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল বাস। কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

উত্তরাখণ্ডের আলমোড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। মার্চুলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল বাস। কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নৈনিদান্ড থেকে রামনগরগামী একটি বাস খাদে পড়ে যায়। গীত জাগির নদীর তীরে বাসটি পড়ে গিয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। আলমোড়ার দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক বিনীত পাল জানিয়েছেন, কমপক্ষে ৩৬ জন যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

Advertisement

বাসটির মোট আসনসংখ্যা ৪২। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ৫০ জনের বেশি যাত্রী ছিলেন বাসটিতে। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী নিজেরাই বাস থেকে বেরিয়ে আসেন। বেশ কয়েকজনের দেহ এদিক ওদিক ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। আহত ব্যক্তিরা অন্যদের কাছে তথ্য দিয়েছিলেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়।

Advertisement

কীভাবে বাসটি ওই খাদে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না, তাও দেখা হচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সচিব দুর্যোগ ব্যবস্থাপনা, কুমায়ুন বিভাগের কমিশনার এবং আলমোড়ার জেলাশাসকের সঙ্গে বাস দুর্ঘটনার বিষয়ে ফোনে কথা বলেছেন। এই দুর্ঘটনা এবং উদ্ধারকাজের বিষয়ে যাবতীয় তথ্য নিয়েছেন তিনি। দ্রুত উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রী।

উদ্ধার অভিযানের তদারকি করতে ঘটনাস্থলে যান আলমোড়ার জেলাশাসক। এসডিআরএফের পাশাপাশি এনডিআরএফের দলও ঘটনাস্থলে পৌঁছয়। প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ধামি।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, আলমোড়া জেলার মার্চুলায় দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় হতাহতের খবর মিলেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফের দল আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য দ্রুত কাজ করছে। প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করারও নির্দেশ দেওয়া হয়েছে।

ওই এলাকার অ্যাসিসট্যান্ট রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার (এআরটিও)-কে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। একই সঙ্গে দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, উত্তরাখণ্ডের আলমোড়ায় সড়ক দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারের জন্য সম্ভাব্য সব রকমের চেষ্টা করছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Advertisement