আমেরিকার পাল্টা শুল্ক আরোপের জেরে বিশ্বব্যাপী মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার। বিশেষত, এশিয়ার বাজারে শুল্ক আরোপের জেরে বড়সড় পতন হয়। শেয়ার বাজারের ধসের পাশাপাশি লাফিয়ে বাড়তে থাকে সোনার মূল্য। সংবাদমাধ্যম সূত্রে খবর, সোনার দাম আউন্স প্রতি ৩ হাজার ১৬০ ডলার, অর্থাত ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৭১ হাজার ৯৮ টাকা ছাড়ায় যা রেকর্ড। চিন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনামের মতো দেশের শেয়ার বাজার ধরাশায়ী হয়ে পড়ে। বিশ্বব্যাপী আর্থিক বৃদ্ধির হার ২.৬ শতাংশ থেকে কমে ২.৩ শতাংশে দাঁড়ায়। আমেরিকার মূল্যবৃদ্ধির হার কমে হয় ১.৫ শতাংশ।
প্রসঙ্গত, চিন থেকে আমদানি করা পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা দ্রব্যের ওপরে ২৫ শতাংশ। আমেরিকা ছাড়া অন্য যে কোন দেশের গাড়ির উপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প।
Advertisement
মঙ্গলবার হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের ঘোষণার পরেই ‘পাল্টা শুল্ক’ কার্যকর হবে। ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, আমেরিকার জনগণের জন্য যাতে শ্রেষ্ঠ শুল্ক চুক্তি করতে দিনভর অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। পাল্টা শুল্ক আরোপ করা হলে মার্কিন অর্থনীতিতে কী রকম এবং কী প্রভাব পড়তে পারে, তা নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, কোনও দেশের রাষ্ট্রপ্রধান শুল্কের হার কমানোর আর্জি জানিয়ে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই তাতে সাড়া দেবেন ট্রাম্প।
Advertisement
Advertisement



