উত্তর প্রদেশের মিরাট জেলার সারুরপুর থানার অন্তর্গত ভুনি টোল প্লাজায় এক সেনা জওয়ানকে মারধরের ঘটনার ভিডিও সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, কপিল কাভাড় নামে ওই জওয়ান রাজপুত রেজিমেন্টের সদস্য। শ্রীনগরে পোস্টিং তাঁর। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে চার টোল কর্মীকে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং বাকি অভিযুক্তদের শনাক্ত করতে তৎপরতা অব্যাহত রয়েছে।
গত রবিবার জম্মু ও কাশ্মীরে কর্মরত সেনা জওয়ান কপিল নিজের গ্রাম থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন। দিল্লি থেকে শ্রীনগরে ফেরার ফ্লাইট ছিল তাঁর। সেই সময় পথে ভুনি টোল প্লাজায় গাড়ির লম্বা লাইন পড়েছিল। পথে কর্নাল জাতীয় সড়কে অবস্থিত ভুনি টোল প্লাজায় ব্যাপক যানজট ও টোল ফি সংক্রান্ত বিষয়ে টোল কর্মীদের সঙ্গে তাঁর বচসা বাধে। সেই বিবাদের জেরেই কয়েকজন টোল কর্মী তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করেন।
Advertisement
টোল প্লাজায় টাকা দেওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত বলে অনুমান। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পিছমোড়া করে বাঁধা কপিলকে এক যুবক মোটা লাঠি দিয়ে মারছে এবং আরেকজন ইট হাতে নিয়ে আঘাত হানার চেষ্টা করছে। এমন নৃশংসতার ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। সোশাল মিডিয়ায় টোল প্লাজা কর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।
Advertisement
সেনা জওয়ানের পরিবারের পক্ষ থেকে সারুরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাঁদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশ সুপার রাকেশ কুমার মিশ্র জানান, এই ঘটনায় ওই সেনাকর্মীর পরিবার একটি অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের দু’টি দল তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চারজন অভিযুক্তকে আটক করা হয়েছে।
ঘটনার নিন্দায় মুখর হয়েছেন বিভিন্ন স্তরের মানুষ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, টোল প্লাজায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
Advertisement



