ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার হলেন বিহারের রানিগঞ্জ ব্লকের ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) ঋতম চৌহান এবং তাঁর হিসাবরক্ষক। দেড় লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরেছে ১২ সদস্যের স্পেশাল ভিজিল্যান্স ইউনিট (এসভিইউ)। এই দলে ১২ জন তদন্তকারী আধিকারিক ছিলেন। রানিগঞ্জ পুলিশও অভিযানে সহায়তা করে। এই অভিযানটি চালানো হয় বিডিও সরকারি আবাসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েত সমিতির উপপ্রমুখ কলানন্দ সিং ও তাঁর সহকর্মী শম্ভু যাদব রাজ্য ভিজিল্যান্সের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাঁদের অভিযোগ অনুযায়ী, একটি ১৫ লক্ষ টাকার সরকারি প্রকল্পের জন্য বিডিও এবং ব্লকের অ্যাকাউন্ট্যান্ট দেড় লক্ষ টাকা ঘুষ চাইছেন। এই টাকা না দিলে কোনও কাজ হবে না বলেও জানান বিডিও।
এই অভিযোগের ভিত্তিতে রাজ্য ভিজিল্যান্স গোপনে তদন্ত শুরু করে। মঙ্গলবার রাতে ভিজিল্যান্সের পাতা ফাঁদে পা দেন দুই সরকারি আধিকারিক। অভিযুক্ত বিডিওর সরকারি বাংলোতে অভিযোগকারীদের হাত থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তাঁরা। মঙ্গলবার রাতেই ধৃত দু’জনকে সড়কপথে পাটনায় নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় জেলার আধিকারিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।