রাজস্থানের জয়পুরে ফের বড়সড় বাস দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার এই দুর্ঘটনায় মৃত্যু হয় ২ জনের। আহত বেশ কয়েকজন। আহতদের মধ্যে ৫ জনের শারীরিক পরিস্থিতি সংকটজনক বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের জয়পুরের সাোয়ই মান সিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটির ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি চালিয়ে যাত্রী এবং ক্ষতিগ্রস্তদের পরিচয়পত্র খোঁজার কাজ করছে পুলিশ। এতে তাঁদের শনাক্ত করতে সুবিধে হবে।
বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’ রাজস্থানে পরপর সড়ক দুর্ঘটনা এবং মৃত্যুর ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রাজ্যের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারীও শোকজ্ঞাপন করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
Advertisement
বাসের আগুনের তাপে বাসের পেছনে থাকা একটি মোটরবাইকও পুড়ে যায় সম্পূর্ণ।দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত।
Advertisement
দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, বাসটিতে ১৫টি এলপিজি সিলিন্ডার ছিল। এগুলির মধ্যে ২টিতে বিস্ফোরণ ঘটে। এক দমকলকর্মী জানিয়েছেন, ‘বাসে কতজন যাত্রী ছিলেন তা জানি না. তবে আমরা ২৫ জনকে বাঁচাতে পেরেছি। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে।’
ঘটনাস্থলে পৌঁছে শাহপুরা মহকুমা প্রশাসক জানান, বাসটি অতিরিক্ত বোঝাই ছিল। ছাদের উপর প্রচুর মালপত্র রাখা ছিল, যা গিয়ে লাগে হাই-টেনশন তারে। সেই তার ছিঁড়ে পড়তেই আগুন ধরে যায়। তবে স্থানীয়দের দাবি, বহুদিন ধরেই তাঁরা বিদ্যুৎ দফতরে ছেঁড়া তার মেরামতির অনুরোধ জানিয়ে আসছিলেন, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি।
গত ১৫ অক্টেবর রাজস্থানের জয়সলমের থেকে রাজস্থানের যোধপুরগামী একটি বেসরকারি বাসে আগুন লেগে ২০ জনের ঝলসে মৃত্যু হয়। থাইয়াট গ্রামের কাছে চলন্ত বাসে আগুন ধরে যায়। বাসের গতি তখন কমই ছিল। আগুন ধরে যেতেই যাত্রীরা চিৎকার করতে শুরু করেন। অনেকে জানলার কাচ ভেঙে লাফ মারেন। চালক বাস থামিয়ে দেন। বাসে আগুন লেগেছে দেখে স্থানীয়েরা ছুটে আসেন।
তাঁরা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীরা বাসটির একটি মাত্র দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন, কিন্তু বাসের দরজা আটকে গিয়েছিল। বেশির ভাগ যাত্রীকেই উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সেলমের থেকে রওনা হয়েছিল।
Advertisement



