নিজের কৃতকর্মের ফল ভোগ করছেন, স্পষ্ট জবাব কেজরিওয়ালের গুরু আন্না হাজারের

Written by SNS March 22, 2024 5:57 pm

দিল্লি, ২২ মার্চ– কেজরিওয়ালের দিল্লির মসনদে পেঁৗছনো হত না যদি না তিনি থাকতেন৷ তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের একসময়ের ‘গুরু’, অন্না হাজারে৷ যদিও বলা হয় অন্নার কুর্সি ছিনিয়েই তিনি দিল্লির মসনদে৷ দুর্নীতির বিরুদ্ধে অন্নার আন্দোলনের জোরেই দিল্লির মসনদের অলিন্দে পৌঁছে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল৷ সেই কেজরিওয়াল এবার দুর্নীতির অভিযোগেই গ্রেপ্তার৷ নিজের প্রিয় শিষ্যর এই পরিণতি নিয়ে এবার স্পষ্টবাদী অন্নার জবাব, ‘কেজরিওয়াল নিজের কৃতকর্মের ফল ভোগ করছেন৷’

কংগ্রেসের শীলা দীক্ষিত মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১৩ সালে দূর্নীতিতে সরব হয়ে আন্দোলনে বসেন আন্না হজারে৷ সেসময় এই অরবিন্দ কেজরিওয়ালই কংগ্রেস সরকার তথা শীলা দীক্ষিতের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে তুলকালাম বাঁধিয়ে দিয়েছিলেন৷ এমনকী দিল্লির দুর্নীতির প্রতিবাদে আন্না হাজারেকে সঙ্গে নিয়ে অনশনেও বসে পড়েন৷ দাবি করেন, শীলা দীক্ষিতের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ হিসাবে লক্ষ লক্ষ নথি রয়েছে তাঁর হাতে৷ আন্না হাজারে তাঁর সঙ্গে ধরনায় বসে পড়ায় জনমানসে বৈধতা পেয়ে যায় কেজরিওয়ালের আন্দোলন৷ সেসময় আন্না হাজারে দাবি করেছিলেন, তাঁর আন্দোলন অরাজনৈতিক, শুধুই দুর্নীতির বিরুদ্ধে৷ কিন্ত্ত পরবর্তী কালে দেখা যায় তাঁর ছায়াসঙ্গী কেজরিওয়াল সরাসরি রাজনীতিতে যোগ দিলেন এবং ক্ষমতার অলিন্দে চলে এলেন৷ আন্না এখন বলছেন, ক্ষমতার লোভই কেজরিওয়ালকে দিয়ে ‘নীতি বিরুদ্ধ’ কাজ করাচ্ছে৷ যার ফলও তাঁকে ভুগতে হবে৷ আন্নার বক্তব্য, ‘আমি কেজরিওয়ালের ভূমিকায় ব্যাথিত৷ ও আমার সঙ্গে কাজ করেছে, একটা সময় মদের বিরুদ্ধে আন্দোলন করতে৷ সেই আজ মদ নিয়ে নীতি তৈরি করছে৷’ পরক্ষণেই আন্নার শ্লেষ, ‘ওঁর কীই বা করার ছিল৷ ক্ষমতার সামনে সবকিছুই শক্তিহীন৷ এবার ওর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার, সেটা আইনের পথেই নেওয়া হোক৷’