পদত্যাগের পর প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে আওয়াজ তুলেছিলেন বিরোধীরা। এবার ধনখড় মন্তব্য করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার তিনি বলেন, অকারণে বিষয়টিকে অতিরঞ্জিত করছে বিরোধীরা। অযথা লেবু কচলানোর দরকার নেই।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘জগদীপ ধনখড় একটি সাংবিধানিক পদে ছিলেন। নিজের কার্যকালে সংবিধান মেনে যথেষ্ট ভালো কাজ করেছেন। মেয়াদ শেষ হওয়ার আগে শারীরিক অসুস্থতার কারণে ইস্তফা দিয়েছেন তিনি। ফলে এই বিষয়টিকে নিয়ে অযথা লেবু কচলানোর কোনও প্রয়োজন নেই। বিষয়টিকে অতিরঞ্জিত করাও উচিত নয়। তিনি তাঁর সুন্দর কার্যকালের জন্য প্রধানমন্ত্রী-সহ সরকারের সকল পদাধিকারিকদের ধন্যবাদও জানিয়েছেন।’
Advertisement
প্রসঙ্গত, মেয়াদ শেষ হওয়ার দু’বছর আগেই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। গত ২১ জুলাই তিনি নিজের ইস্তফাপত্র পাঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। ইস্তফাপত্রে ধনখড় শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন। তবে বিরোধীরা এই যুক্তি মেনে নেয়নি। বিরোধীদের মতে, কেন্দ্রের সঙ্গে, মূলত নরেন্দ্র মোদীর সঙ্গে দূরত্ব বাড়ায় কারণেই ইস্তফা দিতে হয়েছে জগদীপ ধনখড়কে।
Advertisement
কিছুদিন আগে রাহুল গান্ধী বলেন, ‘যিনি রাজ্যসভায় সোচ্চার ছিলেন, হঠাৎ তিনি একেবারে চুপ হয়ে গেলেন। বড় কোনও কারণ না থাকলে এটা সম্ভব নয়। নিশ্চয়ই এর পিছনে বড় গল্প আছে।’ যদিও এমন জল্পনা উড়িয়ে দিয়েছেন অমিত শাহ। তাঁর কথায়, ‘এরকম কিছুই হয়নি। অযথা তিলকে তাল করা উচিত নয়। তিনি যথেষ্ট ভালো কাজ করেছেন। তাঁর সম্পর্কে অপ্রয়োজনীয় কথা বলে বিশেষ লাভ হবে না। তিনি নিজের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জেরে হঠাৎ ইস্তফা দিয়েছেন। বিষয়টিকে নিয়ে অকারণ গুজব ছড়ানোর কোনও মানে হয় না।’
Advertisement



