• facebook
  • twitter
Friday, 1 August, 2025

পাকিস্তানিদের খুঁজে ফেরত পাঠাতে সব রাজ্য সরকারকে নির্দেশ শাহর

দেশের প্রতিটি রাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে তাঁদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রতিনিধিত্বমূলক চিত্র

দেশের প্রতিটি রাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে তাঁদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দেশের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি, পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত ভিসা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাজ্যে কোনও পাকিস্তানের নাগরিক আছেন কি না, তা খতিয়ে দেখতে হবে এবং তাঁদের শনাক্ত করে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। অমিত শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই নির্দেশ দেওয়া হয়েছে। যদিও মুখ্যমন্ত্রীদের সঙ্গে শাহের এই কথোপকথনের বিষয়ে কেন্দ্র বা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গিদের ভয়াবহ হামলার ঘটনায় মৃত্যু হয়েছে ২৫ জন পর্যটক-সহ মোট ২৬ জনের। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। এই হত্যাকাণ্ড মনে করিয়ে দিয়েছে কাশ্মিরী পণ্ডিত নিধনের ভয়াবহ স্মৃতি। ২২ এপ্রিল পহেলগামে বেছে বেছে শুধুমাত্র হিন্দু পুরুষদের হত্যা করে জঙ্গিরা। এই হামলার দায় স্বীকার করেছে টিআরএফ।এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে কেন্দ্র। নিজেদের দাবির সপক্ষে বেশ কিছু তথ্যপ্রমাণও আমেরিকা, ব্রিটেনের কূটনীতিকদের দিয়েছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী।

এরপরই পাকিস্তানের প্রতি তার কূটনৈতিক পদক্ষেপ কঠোর করেছে ভারত। একাধিক পদক্ষেপের মধ্যে রয়েছে দেশ থেকে পাকিস্তানি সামরিক কূটনীতিকদের বহিষ্কার করা। এবার প্রতিটি রাজ্য থেকে পাকিস্তানিদের চিহ্নিত করে দ্রুত তাঁদের দেশে ফেরানোর বিষয়টি নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।দিল্লি জানিয়ে দিয়েছে, সে দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রাখা হচ্ছে। আগে দেওয়া ভিসাও বাতিল করার কথা জানিয়েছে ভারত। ভারত স্পষ্ট জানিয়েছে, যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যেতে হবে।এমনকী সার্ক দেশভুক্ত দেশগুলিকে যে বিশেষ ‘এসভিইএস’ ভিসা দেওয়া হয় সেটাও বাতিল করা হবে।

এদিকে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন।  নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি সেই বৈঠকে পর্যালোচনা করা হয়। পহেলগামের ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের বিচারের আওতায় আনার পাশাপাশি সামগ্রিক নিরাপত্তা বিষয়ক পরিকাঠামো এবং জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান জোরদার করার জন্য লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা সেনাপ্রধানকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।

অন্যদিকে সেন্ট্রাল লখনউয়ের ডিসিপি জানিয়েছেন, পহেলগাম হামলার পর উত্তরপ্রদেশ সরকার পাকিস্তান থেকে পর্যটক বা চিকিতসা ভিসায় আসা ব্যক্তিদের অবিলম্বে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে। যদিও দীর্ঘমেয়াদি ভিসায় যাঁরা রয়েছেন, তাঁদের জন্য কোনও নির্দেশিকা জারি করা হয়নি। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত হোটেল ও ধর্মশালাগুলিকে তাদের অতিথিদের পরিচয়পত্র খুঁটিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনও সন্দেহজনক তথ্য পাওয়া যায় তবে তা পুলিশকে জানানোর কথা বলেছে উত্তরপ্রদেশ সরকার।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, ‘যাঁরা এখানে অবৈধভাবে বসবাস করছেন তাঁদের চিহ্নিত করার কাজ চলছে। এঁদের সবাইকে তাঁদের দেশে ফেরত পাঠানো উচিত। আমরা কঠোর নজর রাখছি।’ তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা আধিকারিকরাও বেঙ্গালুরুতে রয়েছেন।’

কলকাতার গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ‘লং টার্ম ভিসা’ বা ‘এলটিভি’ নিয়ে ৩০ জন পাকিস্তানি রয়েছেন কলকাতায়। এঁদের মধ্যে একটি বড় অংশই গৃহবধূ। এই পাক-বধূদের মধ্যে কয়েকজন দীর্ঘ সময় ধরেই রয়েছেন কলকাতায়।

নিয়ম অনুযায়ী, পাকিস্তান থেকে বিবাহসূত্রে কেউ ভারতে এলে বিবেচনার পর প্রথমে তাঁকে পাঁচ বছরের জন্য ‘এলটিভি’ দেওয়া হয়। এর পর থেকে এক বা দু’বছরের ভিসা দেওয়া হয়। সেই ভিসা পুনর্নবীকরণের জন্য পাক নাগরিকদের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হয় গোয়েন্দাদের। শাহর নতুন নির্দেশের পর প্রশ্ন উঠছে, তাহলে দীর্ঘমেয়াদী ভিসা যাঁদের রয়েছে তাঁদের  ক্ষেত্রে এবার কী পদক্ষেপ করবে ভারত?