• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দিল্লি বিস্ফোরণের পরে ফের উচ্চস্তরের নিরাপত্তা বৈঠক ডাকলেন অমিত শাহ

বৈঠকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলিতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলেও নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি: এনএনআই

লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফের উচ্চস্তরের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্ফোরণের সময়, স্থানের সংবেদনশীলতা এবং সম্ভাব্য সন্ত্রাস–যোগের আশঙ্কা মাথায় রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর শীর্ষ আধিকারিক, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্তারা। বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে যে তিন জনের হদিশ মিলেছে, সেই বিষয় ছাড়াও বিস্ফোরকের প্রকৃতি, ঘটনাস্থলের ধাতব অংশ এবং বিস্ফোরণের সময়সীমা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

Advertisement

বৈঠকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলিতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলেও নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রোন–নজরদারি, রাতের গোপন টহলদারি এবং সন্দেহভাজন ব্যক্তির চলাচল চিহ্নিত করার মতো ব্যবস্থাও আরও জোরালো করা হচ্ছে। ইতিমধ্যে তদন্তকারী সংস্থাগুলিকে দ্রুত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

অমিত শাহ স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোনও তথ্য যাতে ফাঁস না হয় এবং তদন্তের গতিতে যাতে কোনও বাধা না আসে, সেই জন্য সমন্বিতভাবে সব সংস্থাকে কাজ করতে হবে। কেন্দ্রীয় দপ্তর মনে করছে, বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য জানা গেলে এটি একটি পরিকল্পিত হামলা কি না, তার স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

উল্লেখ্য, লালকেল্লার মতো ঐতিহাসিক ও নিরাপত্তা–সংক্রান্ত সংবেদনশীল এলাকায় বিস্ফোরণ ঘটে যাওয়ায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের দাবি, তদন্ত খুব দ্রুত গতিতে এগোচ্ছে এবং প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হবে।

Advertisement