• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ খারিজ

একটি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন এই কারণে বাতিল করে দেওয়া যুক্তিযুক্ত নয়। এই রায়ের পাশাপাশি সুপ্রিম কোর্ট একথাও জানিয়েছে যে ধর্মের নামে বা জাতির নামে ভোট চাওয়া রাজনীতির ক্ষেত্রে বিপজ্জনক।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সম্প্রতি ধর্মের নামে রাজনীতি করা এবং ভোট চাওয়ার অভিযোগ করে আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম দলকে নিষিদ্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তিরুপতি নরসিমা মুরারী। সুপ্রিম কোর্ট মামলাকারীর যুক্তি খারিজ করে দিয়েছে। কোর্ট একথাও মনে করিয়ে দিয়েছে যে ধর্মের নামে রাজনীতি এবং ভোট চাওয়া একটি বিপজ্জনক অভ্যাস। সুপ্রিম কোর্ট মামলাকারীকে নির্দেশ দেয় যে একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে মামলা না করে তিনি যেন ধর্মের নামে রাজনীতির বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করেন।

তিরুপতি নরসিমা মুরারী অভিযোগ করেন যে, আসাদউদ্দিন ওয়েইসির দল ধর্মের দোহাই দিয়ে মানুষের কাছ থেকে ভোট চায়। এই দল কেবলমাত্র ইসলামিক শিক্ষাপ্রসারের কথা বলে এবং মুসলিম ঐক্যের ব্যাপারে প্রচার করে। ধর্মের নামে রাজনীতি করা এই দলের রেজিস্ট্রেশন বাতিল করার দাবি করে মুরারী সুপ্রিম কোর্টে মামলা করেন। মামলাকারী এই প্রসঙ্গে তুলে আনেন সুপ্রিম কোর্টের অভিরাম সিং মামলার রায়। অভিরাম সিং মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, ধর্ম বা জাতির নাম করে কোনো রাজনৈতিক নেতা বা কোনো ব্যক্তি ভোট চাইতে পারবেন না।

Advertisement

আসাদউদ্দিন ওয়েইসির দলের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্ট মামলাকারীর দাবি নাকচ করে দিয়েছে। বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, এআইএমআইএম দলটির সংবিধান ভারতের সংবিধানের সঙ্গে সংহত। যে কোনো ধরনের শিক্ষা প্রসার, তা ধর্মীয় হলেও সে ব্যাপারে আপত্তির কোনো কারণ নেই। সুপ্রিম কোর্ট আরও বলেছে যে, অভিরাম সিং মামলায় একজন নেতা বা ব্যক্তির ক্ষেত্রে ধর্মের নামে ভোট চাওয়ার বিপক্ষে রায় দেওয়া হয়েছিল। একটি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন এই কারণে বাতিল করে দেওয়া যুক্তিযুক্ত নয়। এই রায়ের পাশাপাশি সুপ্রিম কোর্ট একথাও জানিয়েছে যে ধর্মের নামে বা জাতির নামে ভোট চাওয়া রাজনীতির ক্ষেত্রে বিপজ্জনক।

Advertisement

Advertisement