• facebook
  • twitter
Friday, 2 May, 2025

বিধায়কের নামেই গণধর্ষণ আর জালিয়াতির অভিযোগ

বিজেপি বিধায়কের বিরুদ্ধে জমি দখল ও গণধর্ষণের অভিযোগ তুলেছেন ললিত কুমার নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, ৮০ লক্ষ টাকা প্রতি বিঘায় জমি বিক্রির চুক্তি হয়েছিলো বিধায়কের সঙ্গে।

প্রতীকী চিত্র

বিধায়কের নামেই গণধর্ষণ আর জালিয়াতির অভিযোগ। উত্তর প্রদেশের বদায়ুঁর বিলসির বিজেপি বিধায়ক হরিশ শাক্যর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। শুধু বিধায়কই নন, তাঁর ভাই সহ ১৬ জন এই কেসে যুক্ত আছেন বলে জানা গেছে। প্রথমে পুলিশ এফআইআর দায়ের করতে না চাইলেও আদালতের নির্দেশের পর বাধ্য হয়েছে বদায়ুঁর সিভিল লাইন থানা। ১০ দিনের মধ্যে মামলার তদন্ত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক হরিশ।

বিজেপি বিধায়কের বিরুদ্ধে জমি দখল ও গণধর্ষণের অভিযোগ তুলেছেন ললিত কুমার নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, ৮০ লক্ষ টাকা প্রতি বিঘায় জমি বিক্রির চুক্তি হয়েছিলো বিধায়কের সঙ্গে। তাঁর মোট ১৭ বিঘা জমি রয়েছে। তবে হরিশ কম টাকা দিয়ে জোর করে জমির চুক্তি করার চেষ্টা করেন। কিন্তু ললিত রাজি না হওয়ায় তাঁকে নিজের বাড়িতে বিষয়টির মীমাংসার জন্য ডাকেন বিধায়ক। অভিযোগ,সেখানে হরিশ ও তাঁর সঙ্গীরা জোর করে তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন । এবং হুমকি দেন বাড়াবাড়ি করলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলের ঘানি টানাবেন।

এই ঘটনার পর পুলিশে যোগাযোগ করলেও কাজের কাজ কিছু হয়নি। তাই দেরি না করে সরাসরি আদালতের দ্বারস্থ হন ললিত। গোটা ঘটনা শোনার পর অভিযুক্ত বিধায়ক ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশের পর তৎপর হয় উত্তরপ্রদেশ পুলিশ। ললিতের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে এই মামলার তদন্ত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

স্বাভাবিকভাবেই তাঁর বিরুদ্ধে ওঠা ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তিনি দাবি করেছেন, গোটাটাই রাজনৈতিক ষড়যন্ত্র। তাঁর রাজনৈতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশে এইসব করা হচ্ছে।