• facebook
  • twitter
Saturday, 3 May, 2025

ফের বিভ্রাট এয়ার ইন্ডিয়ার বিমানে

৮ ঘণ্টা ওড়ার পর আবার মুম্বইয়ে ফিরে এল নিউইয়র্কগামী বিমান

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফের বিমানে হুমকিবার্তা। মুম্বই থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটির। হুমকিবার্তা পাওয়ার পর মাঝ আকাশ থেকে ফিরে আসে এয়ার ইন্ডিয়ার ওই বিমান। প্রায় আট ঘণ্টা ওড়ার পর বিমানটি আবার মুম্বইতে ফিরে আসে। ওই বিমানের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ বিমানটি রবিবার রাত ২ টোয়  মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রী ছিলেন মোট ৩০৩ জন যাত্রী। এ ছাড়াও বিমানে ছিলেন ১৯ জন বিমানকর্মী। বিমানটি পশ্চিম এশিয়ার আজারবাইজানের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হুমকিবার্তা পায় বলে অভিযোগ। হুমকি বার্তায় বলা হয়, বিমানের মধ্যে বোমা রাখা আছে। যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে।
হুমকিবার্তা পাওয়ার পর পাইলট বিমানটি মুম্বইয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। মাঝ আকাশ থেকেই বিমানটি আবার মুম্বই অভিমুখে ওড়ে। নিউ ইয়র্কে পৌঁছতে তখনও প্রায় ৭ থেকে ৮  ঘণ্টার পথ বাকি ছিল। তাই কোনওরকম ঝুঁকি নিতে চাননি বিমান কর্তৃপক্ষ।

সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ওই বিমান মুম্বইয়ের বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের বিমান থেকে নামিয়ে তল্লাশি শুরু হয়। যদিও সন্দেহজনক কোনও কিছুর খোঁজ মেলেনি। বিমানটির মঙ্গলবার ভোর ৫টায় ফের রওনা হওয়ার কথা।

এই ঘটনার পর যাত্রীদের উদ্দেশে একটি  বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করেছে ভারতীয় বিমান সংস্থা। বিবৃতিতে তারা জানিয়েছে, এয়ার ইন্ডিয়া যাত্রীদের সুরক্ষার বিষয়টিকে সবসময় গুরুত্ব দিয়ে থাকে। সেই কারণেই বিমানটিকে মুম্বইয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের থাকা-খাওয়ার যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে বিমান সংস্থার তরফে।

উল্লেখ্য, এর আগে এয়ার ইন্ডিয়ার আরও একটি বিমানে সমস্যা দেখা দিয়েছিল গত বৃহস্পতিবার। শিকাগো থেকে দিল্লির উদ্দেশে উড়ান শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ১০ ঘণ্টা আকাশে ওড়ার পর সেই বিমান ফের ফিরে গিয়েছিল শিকাগোয়। অভিযোগ ওঠে্,  শৌচাগার বন্ধ থাকায় বিমানটি ফিরে যায়। তবে বিমান সংস্থার তরফে পরে এক সংবাদ মাধ্যমে জানানো হয়, প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি ফিরে যেতে বাধ্য হয়েছিল। তবে যাত্রীদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয়েছে বলে বিমান সংস্থার তরফে দাবি করা হয়। 

এই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার পরিষেবার অবনতি নিয়ে সরব হয়েছেন যাত্রীরা। অনেকেই বয়স্ক এবং শিশুদের নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে ভ্রমণে অসুবিধের কথা উল্লেখ করেছেন।