সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ওই বিমান মুম্বইয়ের বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের বিমান থেকে নামিয়ে তল্লাশি শুরু হয়। যদিও সন্দেহজনক কোনও কিছুর খোঁজ মেলেনি। বিমানটির মঙ্গলবার ভোর ৫টায় ফের রওনা হওয়ার কথা।
এই ঘটনার পর যাত্রীদের উদ্দেশে একটি বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করেছে ভারতীয় বিমান সংস্থা। বিবৃতিতে তারা জানিয়েছে, এয়ার ইন্ডিয়া যাত্রীদের সুরক্ষার বিষয়টিকে সবসময় গুরুত্ব দিয়ে থাকে। সেই কারণেই বিমানটিকে মুম্বইয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের থাকা-খাওয়ার যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে বিমান সংস্থার তরফে।
Advertisement
উল্লেখ্য, এর আগে এয়ার ইন্ডিয়ার আরও একটি বিমানে সমস্যা দেখা দিয়েছিল গত বৃহস্পতিবার। শিকাগো থেকে দিল্লির উদ্দেশে উড়ান শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ১০ ঘণ্টা আকাশে ওড়ার পর সেই বিমান ফের ফিরে গিয়েছিল শিকাগোয়। অভিযোগ ওঠে্, শৌচাগার বন্ধ থাকায় বিমানটি ফিরে যায়। তবে বিমান সংস্থার তরফে পরে এক সংবাদ মাধ্যমে জানানো হয়, প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি ফিরে যেতে বাধ্য হয়েছিল। তবে যাত্রীদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয়েছে বলে বিমান সংস্থার তরফে দাবি করা হয়।
Advertisement
এই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার পরিষেবার অবনতি নিয়ে সরব হয়েছেন যাত্রীরা। অনেকেই বয়স্ক এবং শিশুদের নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে ভ্রমণে অসুবিধের কথা উল্লেখ করেছেন।
Advertisement



