• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

ছাড়পত্রহীন কর্মীদের ভরসাতেই উড়ল ‍বিমান, এয়ার ইন্ডিয়ার জরিমানা ৯৮ লক্ষ

ডিজিসিএ জানিয়েছে, তদন্তের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে প্রমাণিত যে কাজে গাফিলতি এবং ‍বহু বিধিভঙ্গ হয়েছে। নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এই কাজে বেশ কয়েকজন পদাধিকারী এবং কর্মী জড়িত ছিলেন। এর আগে এ ব্যাপারে ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে শোকজ করেছিল।কিন্তু সেই জবাবে সন্তুষ্ট হতে পারেনি উড়ান নিয়ন্ত্রক সংস্থা।

এয়ার ইন্ডিয়াকে শুক্রবার ৯৮ লক্ষ টাকা জরিমানা  করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। অভিযোগ, গত ৯ জুলাই একজন নন-ট্রেনার ক্যাপ্টেন এবং তাঁর সহকারী ফার্স্ট অফিসার, যিনি উড়ানের যোগ্যতার ছাড়পত্র পাননি, তাঁকে নিয়ে মুম্বই থেকে রিয়াধ যায় বিমানটি। ঘটনাটি সামনে আসে যখন পাইলটরা ডিজিসিএ-  র দৃষ্টি আকর্ষণ করেন।
মাঝ আকাশে থাকাকালীন পাইলটরা বুঝতে পারেন তাঁদের নাম ওই তালিকায় নেই তখন। অভিযোগ পেয়েই তদন্ত নামে অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তদন্ত সত্যতা প্রমাণ হওয়ায় এয়ার ইন্ডিয়াকে ৯৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অফ অপারেশনসকে ৬ লক্ষ টাকা এবং ডিরেক্টর অফ ট্রেনিংকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
 
ডিজিসিএ জানিয়েছে, তদন্তের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে প্রমাণিত যে কাজে গাফিলতি এবং ‍বহু বিধিভঙ্গ হয়েছে। নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এই কাজে বেশ কয়েকজন পদাধিকারী এবং কর্মী জড়িত ছিলেন। এর আগে এ ব্যাপারে ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে শোকজ করেছিল।কিন্তু সেই জবাবে সন্তুষ্ট হতে পারেনি উড়ান নিয়ন্ত্রক সংস্থা।

 

মার্চ মাসে পাইলটদের বিশ্রামের সময়বিধি ভঙ্গ করায় এয়ার ইন্ডিয়াকে ৮০ লক্ষ টাকা জরিমানা করেছিল ডিজিসিএ।