• facebook
  • twitter
Monday, 16 June, 2025

স্বর্ণমন্দির রক্ষায় কামান মোতায়েন, প্রথা ভেঙে বেনজির পদক্ষেপ ভারতীয় সেনার

ভারত-পাক সংঘর্ষের আবহে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাঞ্জাবের অমৃতসরের প্রখ্যাত স্বর্ণমন্দির ধ্বংসের চেষ্টা করেছিল।

ভারত-পাক সংঘর্ষের আবহে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাঞ্জাবের অমৃতসরের প্রখ্যাত স্বর্ণমন্দির ধ্বংসের চেষ্টা করেছিল। পাকিস্তানের ড্রোন হামলা থেকে স্বর্ণমন্দিরকে রক্ষা করতে বেনজির পদক্ষেপ নিয়েছিল সেনা। শিখ সম্প্রদায়ের প্রবিত্র এই তীর্থস্থানে দেওয়া হয়েছিল এয়ার ডিফেন্স সিস্টেম বসানোর অনুমতি। সোমবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন বায়ুসেনা আধিকারিক ল্যাফটেন্যান্ট সুমের ইভান ডিকুনহা।

সোমবার বায়ুসেনার ওই আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘স্বর্ণমন্দির কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কারণ, স্বর্ণমন্দিরের শীর্ষ ধর্মীয় সংগঠন এই নজিরবিহীন সিদ্ধান্তে সেনাবাহিনীর পরামর্শে মান্যতা দিয়েছেন। পাক হামলা রুখতে স্বর্ণমন্দিরের কর্তৃপক্ষের তরফে আমাদের অনুমতি দেওয়া হয় ওই চত্বরে এয়ার ডিফেন্স সিস্টেম ও প্রয়োজনীয় সমরাস্ত্র মজুত রাখার। শুধু তাই নয়, স্বর্ণমন্দিরের ইতিহাসে প্রথমবার মন্দিরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয় যাতে হামলা চালাতে আসা ড্রোনগুলি আমরা দেখতে পাই।’

এর আগে এই বিষয়ে কথা বলেছিলেন, সেনাবাহিনীর ১৫ নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি। তিনি বলেন, ‘৮ মে রাতে স্বর্ণমন্দির লক্ষ্য করে ড্রোন হামলা চালায় পাক সেনা। পাকিস্তানের কোনও নির্দিষ্ট লক্ষ্য ছিল না। স্বর্ণমন্দিরকে ধ্বংস করতে যতগুলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছাড়া হয়েছিল, তার প্রত্যেকটিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। পবিত্র স্বর্ণমন্দিরের গায়ে একটি আঁচড়ও লাগতে দেয়নি সেনা বাহিনী।’

প্রসঙ্গত, ইন্দিরা গান্ধী জমানায় খালিস্তানি জঙ্গি জার্নেইল সিং ভিন্দ্রানওয়ালাকে পাকড়াও করতে বেনজির সেনা অভিযান হয়েছিল স্বর্ণমন্দিরের ভিতরে। সেবার পবিত্র তীর্থস্থানে সেনার প্রবেশ নিয়ে প্রবল আপত্তি তুলেছিল অকাল তখত। কিন্তু, শেষপর্যন্ত ইন্দিরা গান্ধী অনমনীয় মনোভাবে স্বর্ণমন্দিরে ঢুকে ‘অপারেশন ব্লু স্টার’ চালায় ভারতীয় সেনা এবং খতম করে খলিস্তানি জঙ্গিদের। অপারেশন ব্লু স্টারের পরে আবারও বেনজির সিদ্ধান্ত নিয়েছে সেনা।