আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরের রওনা হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমানে যাত্রী এবং বিমানকর্মী মিলে মোট ২৪২ জন ছিলেন। সূত্রের খবর, এর মধ্যে ২৩০ জন যাত্রী, ১০ জন ক্রু এবং দু’জন পাইলট।
বিমান সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, বোয়িং সংস্থার ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটিতে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন। এ ছাড়া, ৫৩ জন ব্রিটিশ, এক জন কানাডিয়ান এবং সাত জন পর্তুগিজ নাগরিক দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ছিলেন। বিমান দুর্ঘটনা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ১৮০০৫৬৯১৪৪৪ নম্বরে যোগাযোগ করার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
বিমানবন্দরের কাছে ডাক্তারদের একটি হস্টেলের উপরে বিমানটি ভেঙে পড়ে। এর ফলে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে অনেকের আশঙ্কা। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে অহমদাবাদের পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।
স্থানীয়দের দাবি, ওই হস্টেলে প্রায় ৫০ জন ইন্টার্ন থাকতেন। দুর্ঘটনার সময়ে যাঁরা সেখানে ছিলেন, সকলেরই মৃত্যুর আশঙ্কা। তার পাশের একটি বিল্ডিংয়ে থাকেন রেসিডেন্ট চিকিৎসকেরা। তাঁরা সকলেই আহমেদাবাদ সিভিল হাসপাতালে কর্মরত ছিলেন। কত জন হতাহত হয়েছেন, তা স্পষ্ট নয়। অসমর্থিত একটি সূত্র বলছে, ১৫ জন চিকিৎসক আহত হয়েছেন।
ডিজিসিএ জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১টা ৩৮ মিনিটে ওড়ার পর লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদের মেঘানি নগর এলাকার ভেঙে পড়ে। বোয়িং এয়ারক্রাফটটি ১২ জন ক্রু সহ মোট ২৪২ জন যাত্রী ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়ায় আপাতত সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ রয়েছে।