• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উত্তরের পর এবার মৃতদেহ ভেসে উঠল মধ্যপ্রদেশের নদীতে

মধ্যপ্রদেশের নদীতে বিহার, উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশের নদীতে ভাসতে দেখা গেল মৃতদেহ। পান্না জেলার রঞ্জ নদীর তীরে এদিন দু’টি মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়।

প্রতীকী ছবি (Photo: IANS)

বিহার, উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশের নদীতে ভাসতে দেখা গেল মৃতদেহ। পান্না জেলার রঞ্জ নদীর তীরে এদিন দু’টি মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। এই নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়। যদিও মৃতদের সঙ্গে করােনা ভাইরাসের কোনও সম্পর্ক নেই বলে স্থানীয় প্রশাসন দাবি করেছে। করােনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুমিছিল চলছে দেশজুড়ে।

সম্প্রতি গঙ্গা-যমুনায় ভেসে ওঠা মৃতদেহ স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছিল। বিহার প্রশাসন সব দায় ঠেলে দিয়েছে উত্তরপ্রদেশের দিকে। আবার উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরেও একই রকম দৃশ্য দেখা গিয়েছে। সংক্রমণের ভয়ে শিউরে উঠেছেন মানুষ।

Advertisement

এবার সেই তালিকায় নতুন সংযােজন মধ্যপ্রদেশ। স্থানীয়দের দাবি, নদীতে চার পাঁচটি মৃতদেহ ভাসতে দেখা গেছে। সবচেয়ে উল্লেখযােগ্য বিষয়, এই নদীর জল নাকি পানীয় হিসেবে ব্যবহার করেন গ্রামবাসীরা।

Advertisement

ফলে স্থানীয় এলাকার মানুষজন আতঙ্কে রয়েছে। যদিও পান্নার জেলাশাসক জানিয়েছেন, দুটি দেহের খোঁজ মিলেছে। একজনে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, আর অন্যজনের বয়স ছিল ৯৫ বছর। দু’জনের বাড়ি নন্দনপুর গ্রামে। এরা কেউ করােনায় মারা যাননি। এদিকে গ্রাম প্রধানের দাবি, দীর্ঘদিনের প্রথা মেনে সকার না করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল দেহগুলি।

Advertisement