• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সেপ্টেম্বরের শেষেই বায়ুসেনার হাতে তেজস, ঘোষণা প্রতিরক্ষা সচিবের

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় বায়ুসেনার হাতে আসতে চলেছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজস যুদ্ধবিমান।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় বায়ুসেনার হাতে আসতে চলেছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজস যুদ্ধবিমান। সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ বায়ুসেনার হাতে প্রথম দফায় দু’টি তেজস এমকে-১এ বিমান তুলে দেবে রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড বা হ্যাল। প্রতিরক্ষা সচিব আরকে সিং বিষয়টি নিশ্চিত করেছেন।

বহু দিন ধরেই সময়মতো সরবরাহ না হওয়ায় হ্যালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংহ। একাধিকবার তিনি জানিয়েছেন, প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হওয়ায় হ্যালের উপর আস্থা হারাচ্ছেন তিনি। এবার সেই টানাপড়েনের জট কাটিয়ে আশার বার্তা দিল প্রতিরক্ষা মন্ত্রক। হ্যালের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন সংস্থা জিই অ্যারোস্পেসের তৈরি এফ৪০৪ ইঞ্জিন সরবরাহে বিলম্বের কারণে তেজসের ডেলিভারি ব্যাহত হচ্ছিল। তবে সেই সমস্যার সমাধান হয়েছে বলেই এবার সময়মতো যুদ্ধবিমান বায়ুসেনার হাতে তুলে দেওয়া সম্ভব হবে।

Advertisement

প্রতিরক্ষা সচিব জানান, ভবিষ্যতে আরও ৯৭টি তেজস এমকে-১এ যুদ্ধবিমানের জন্য নতুন চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও তৈরি হয়েছে। উল্লেখ্য, ‘মাল্টি রোল সুপারসনিক’ ক্যাটাগরির অন্তর্গত তেজস একটি হালকা ওজনের যুদ্ধবিমান, যা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহনে এবং নিক্ষেপে সক্ষম। এটির ৬৫ শতাংশেরও বেশি যন্ত্রাংশ দেশীয় সংস্থাগুলির তৈরি। আন্তর্জাতিক একাধিক প্রতিরক্ষা বিশ্লেষণ অনুযায়ী, চিনের জেএফ-১৭ যুদ্ধবিমানের তুলনায় প্রযুক্তিগত দিক থেকে তেজসের আধুনিক সংস্করণ অনেকটাই এগিয়ে।

Advertisement

প্রসঙ্গত, বায়ুসেনার থেকে ৪০টি তেজস এমকে-১ সরবরাহের বরাত পেয়েছিল হ্যাল। কিন্তু এখনও পর্যন্ত বিমানগুলির ডেলিভারি সম্পূর্ণ হয়নি। তাই তেজস সরবরাহ শুরুর এই খবর বায়ুসেনার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Advertisement