• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারতের সঙ্গে বাণিজ্য কমিটি গঠনের সিদ্ধান্ত আফগানিস্তানের

বিনিয়োগে আহ্বান কাবুলের

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারত ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে যৌথ বাণিজ্য কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুতাকি।

দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুতাকি বলেন, ‘দুই পক্ষই বাণিজ্য কমিটি গঠনে সম্মত হয়েছে। আফগানিস্তানে বিনিয়োগ, খনিজ সম্পদ ও শক্তিক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে। আমরা ভারতীয় সংস্থাগুলিকে এই ক্ষেত্রগুলিতে কাজের সুযোগ করে নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’

Advertisement

তিনি আরও বলেন, আফগানিস্তান বর্তমানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ জোর দিচ্ছে। খনিজ সম্পদ, জলবিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনে ভারতীয় সংস্থাগুলির অভিজ্ঞতা আফগান অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হতে পারে বলেও মন্তব্য করেন মুতাকি।

Advertisement

কূটনৈতিক মহলের মতে, আফগানিস্তানের এই উদ্যোগ ভারত-আফগান অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় খুলে দিতে পারে। যদিও দিল্লি এখনও আনুষ্ঠানিকভাবে কাবুল সরকারের সঙ্গে পূর্ণমাত্রার কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়নি। তবু বাণিজ্য ও মানবিক সহায়তার ক্ষেত্রে দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় রেখে চলেছে।

উল্লেখ্য, তালিবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক অনেকাংশে হ্রাস পেয়েছিল। কিন্তু সাম্প্রতিক এই প্রস্তাবকে দুই দেশের মধ্যে সম্ভাব্য অর্থনৈতিক সহযোগিতার সূচনা করবে বলে মনে করা হচ্ছে।

Advertisement