পাকিস্তানিদের ওপর গুপ্তচরবৃত্তি করলে পুলওয়ামার মতাে ঘটনা ঠেকানাে যেত, মােদি-শাহকে তােপ তােগাড়িয়ার

পেগাসাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তােগাড়িয়া।

Written by SNS New Delhi | July 27, 2021 11:53 am

প্রবীণ তােগাড়িয়া (Photo: IANS)

পেগাসাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তােগাড়িয়া।

তিনি বলেন, নিজের দেশের লােকেদের ওপর এই গুপ্তচরবৃত্তি না করে পাকিস্তানের। এজেন্টদের ওপর যদি গুপ্তচরবৃত্তি করা হত তাহলে হয়তাে পুলওয়ামার মতাে ঘটনা ঠেকানাে যেত।

সেই সঙ্গে তিনি আরও বলেন, মােদিজি আর অমিত ভাইয়ের সঙ্গে আমি এক হাজার ঘণ্টার বেশি সময় ফোনে কথা বলেছি। তার পরেও এমনকি থাকতে পারে যে লুকিয়ে আড়ি পেতে শুনতে হবে।

পেগাসাস সফটওয়্যার ইজরায়েলের। আমাদের সরকার তদন্ত করে দেখুক এটা কিনল কে? এই সফটওয়্যার কোনও ব্যক্তি কিনতে পারবে না? তাহলে কিনল কে? দাম দিল কে?

প্রবীণ তােগাড়িয়ার এই মন্তব্য নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে, ফোনে আড়িপাতা হয়েছে বলে রীতিমত ব্রিক্ত এই হেভিওয়েট নেতা। পরিস্থিতি সামলাতে আসরে নেমেছেন বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব।